উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় সেই নিখোঁজ কেয়ারটেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর লাশ গুমের অভিযোগ করেছিলেন ছেলে। তবে তদন্তের পর দেখা যায়, রিয়াজ উদ্দিন (৬০) নিজেই নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে তাঁকে উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, রিয়াজ উদ্দিন পারিবারিক সমস্যার কারণে নিখোঁজের পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী বাজার থেকে মুরগি কেনার পর তা কেটে রক্ত ঘরের মেঝেতে ফেলে রাখেন, যাতে অন্যরা ধারণা করেন, তাঁকে হত্যা করা হয়েছে।
রিয়াজ উদ্দিনকে (৬০) হত্যার পর লাশ গুমের অভিযোগ করে তাঁর ছেলে ফারুক মিয়া থানায় অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে নিখোঁজ হন রিয়াজ উদ্দিন। পরে তাঁর ছেলে ফারুক মিয়া উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন, তাঁর বাবাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বাড়ির গ্যারেজে রক্তের দাগ দেখতে পায় এবং রুমের ভেতরের মালপত্র এলোমেলো অবস্থায় পায়। ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে ২০ বছর ধরে ওই গ্যারেজেই থাকতেন তিনি।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে তিনি পরিকল্পিতভাবে নিখোঁজ হন। বাজার থেকে একটি মুরগি কিনে এনে গ্যারেজে জবাই করে রক্ত ফেলেন, যেন পরিবার মনে করে তাঁকে হত্যা করা হয়েছে। এরপর তিনি মধুপুরে চলে যান।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, শুধু লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রাজধানীর উত্তরায় সেই নিখোঁজ কেয়ারটেকারকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার পর লাশ গুমের অভিযোগ করেছিলেন ছেলে। তবে তদন্তের পর দেখা যায়, রিয়াজ উদ্দিন (৬০) নিজেই নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইলের মধুপুর থেকে তাঁকে উদ্ধারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, রিয়াজ উদ্দিন পারিবারিক সমস্যার কারণে নিখোঁজের পরিকল্পনা করেছিলেন। সে অনুযায়ী বাজার থেকে মুরগি কেনার পর তা কেটে রক্ত ঘরের মেঝেতে ফেলে রাখেন, যাতে অন্যরা ধারণা করেন, তাঁকে হত্যা করা হয়েছে।
রিয়াজ উদ্দিনকে (৬০) হত্যার পর লাশ গুমের অভিযোগ করে তাঁর ছেলে ফারুক মিয়া থানায় অভিযোগ দিয়েছিলেন। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে নিখোঁজ হন রিয়াজ উদ্দিন। পরে তাঁর ছেলে ফারুক মিয়া উত্তরা পশ্চিম থানায় অভিযোগ করেন, তাঁর বাবাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বাড়ির গ্যারেজে রক্তের দাগ দেখতে পায় এবং রুমের ভেতরের মালপত্র এলোমেলো অবস্থায় পায়। ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে ২০ বছর ধরে ওই গ্যারেজেই থাকতেন তিনি।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে টাঙ্গাইলের মধুপুরের গোলাবাড়ী এলাকা থেকে জীবিত উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রিয়াজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে তিনি পরিকল্পিতভাবে নিখোঁজ হন। বাজার থেকে একটি মুরগি কিনে এনে গ্যারেজে জবাই করে রক্ত ফেলেন, যেন পরিবার মনে করে তাঁকে হত্যা করা হয়েছে। এরপর তিনি মধুপুরে চলে যান।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন বলেন, শুধু লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১২ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে