প্রতিনিধি, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

সতেরো মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। অষ্টগ্রামে সব বিদ্যালয়ে চলছে জোর প্রস্তুতি। উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল পরিষ্কার, মেরামত, শিক্ষার্থীদের অবস্থান, বাড়ির কাজ ও শিক্ষকদের স্কুলে অবস্থানের নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে।
সোমবার সকালে কলমা ইউনিয়নের শিবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক মো. উজ্জ্বল মিয়া ও জুয়েল চন্দ্র রায়সহ চারজন শিক্ষক স্কুল ধোয়ামোছার কাজ করছেন। তাঁরা জীবাণুনাশক দিয়ে স্কুলের মেঝে, বেঞ্চ, চেয়ার-টেবিল পরিষ্কার করেছেন।
এরই মধ্যে পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরাশরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম ও মো. মোস্তাফিজুর রহমান।
জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ৮ ইউনিয়নে ৮৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী প্রায় ২৩ হাজার। শিক্ষক ৫১১ জন। এ ছাড়া ১৮টি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থী প্রায় ২ হাজার ৫০০। শিক্ষক ১৪৫ জন।
তবে, উপজেলা শিক্ষা কার্যালয় নিবন্ধিত কিন্ডারগার্টেন ১০ টি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে তিনটি কিন্ডারগার্টেন।
শিক্ষক মো. উজ্জ্বল মিয়া বলেন, স্কুল পরিষ্কার করছি, ভালো লাগছে। স্কুল খোলা হলে ছাত্রছাত্রীরা আসবে, এটাই আনন্দের। অপেক্ষা করছি, নির্দেশ পেলেই পাঠদান শুরু করা হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার সব বিদ্যালয় যথারীতি শিক্ষকেরা খুলেছেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণকৃত ওয়ার্কশিট মূল্যায়ন, বিদ্যালয়ের নিরাপদ পরিবেশ তৈরি ও গৃহ পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন। আমরা নিয়মিত পরিদর্শন করে বিদ্যালয় খোলার অনুকূল পরিবেশ তৈরি করছি।

সতেরো মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সরকার। অষ্টগ্রামে সব বিদ্যালয়ে চলছে জোর প্রস্তুতি। উপজেলা শিক্ষা কার্যালয় থেকে নিয়মিত স্কুল পরিদর্শন করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্কুল পরিষ্কার, মেরামত, শিক্ষার্থীদের অবস্থান, বাড়ির কাজ ও শিক্ষকদের স্কুলে অবস্থানের নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী বিদ্যালয় খোলার প্রস্তুতি চলছে।
সোমবার সকালে কলমা ইউনিয়নের শিবলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী শিক্ষক মো. উজ্জ্বল মিয়া ও জুয়েল চন্দ্র রায়সহ চারজন শিক্ষক স্কুল ধোয়ামোছার কাজ করছেন। তাঁরা জীবাণুনাশক দিয়ে স্কুলের মেঝে, বেঞ্চ, চেয়ার-টেবিল পরিষ্কার করেছেন।
এরই মধ্যে পূর্ব অষ্টগ্রাম কবিরখান্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরাশরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম ও মো. মোস্তাফিজুর রহমান।
জানা যায়, কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ৮ ইউনিয়নে ৮৩ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী প্রায় ২৩ হাজার। শিক্ষক ৫১১ জন। এ ছাড়া ১৮টি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থী প্রায় ২ হাজার ৫০০। শিক্ষক ১৪৫ জন।
তবে, উপজেলা শিক্ষা কার্যালয় নিবন্ধিত কিন্ডারগার্টেন ১০ টি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে তিনটি কিন্ডারগার্টেন।
শিক্ষক মো. উজ্জ্বল মিয়া বলেন, স্কুল পরিষ্কার করছি, ভালো লাগছে। স্কুল খোলা হলে ছাত্রছাত্রীরা আসবে, এটাই আনন্দের। অপেক্ষা করছি, নির্দেশ পেলেই পাঠদান শুরু করা হবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার সব বিদ্যালয় যথারীতি শিক্ষকেরা খুলেছেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের মধ্যে বিতরণকৃত ওয়ার্কশিট মূল্যায়ন, বিদ্যালয়ের নিরাপদ পরিবেশ তৈরি ও গৃহ পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছেন। আমরা নিয়মিত পরিদর্শন করে বিদ্যালয় খোলার অনুকূল পরিবেশ তৈরি করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২১ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে