ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ফরিদপুরের ভাঙ্গা এবং মধুখালীতে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে নিশাদ শিকদার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আশিক হোসেন। আশিক নিয়ন্ত্রণ হারানো ট্রাকচালকের সহকারী ছিলেন এবং নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। নিশাদ মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিলেন। তখন রাস্তা পার হওয়ার সময় খালি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিশাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিংয়ের নিচে। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
অপরদিকে মধখালীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আশিক হোসেন নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রাজিব হোসেন বলেন, ভোরে গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে রেইনট্রিগাছ ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা-পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের দরজা ভেঙে চালকের আসনে থাকা তাঁর সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল শেখ বলেন, ‘আমরা মৃত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেছি।’
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী আশিক হোসেন। লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ফরিদপুরের ভাঙ্গা এবং মধুখালীতে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত দুজন হলেন ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে নিশাদ শিকদার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রতাবপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে আশিক হোসেন। আশিক নিয়ন্ত্রণ হারানো ট্রাকচালকের সহকারী ছিলেন এবং নিজেই ট্রাকটি চালাচ্ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। নিশাদ মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে যাচ্ছিলেন। তখন রাস্তা পার হওয়ার সময় খালি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিশাদের মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিংয়ের নিচে। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান।
অপরদিকে মধখালীতে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে আশিক হোসেন নামের এক চালকের সহকারীর মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার মাঝিবাড়ি গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রাজিব হোসেন বলেন, ভোরে গোল্ডেন জুট মিলের সামনে ঢাকা থেকে মাগুরাগামী মুরগির ফিড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৩৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে রেইনট্রিগাছ ও বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। তাতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা-পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিসের লোকজন ট্রাকের দরজা ভেঙে চালকের আসনে থাকা তাঁর সহকারীকে মৃত অবস্থায় উদ্ধার করে।
মধুখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামাল শেখ বলেন, ‘আমরা মৃত অবস্থায় ট্রাকের চালককে উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করেছি।’
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি চালাচ্ছিলেন চালকের সহকারী আশিক হোসেন। লাশ ও ট্রাকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে। ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে