গাজীপুর প্রতিনিধি

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন বেকার নারী-পুরুষ। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৬ জন নারী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৯ জন। উত্তীর্ণদের মধ্যে ইলেকট্রিক টেকনিশিয়ান ও চা দোকানিও রয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করেন নিয়োগ কমিটির চেয়ারম্যান ও গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সদস্য, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, গাজীপুর পুলিশ লাইন্সের আরওআই মিজানুর রহমান এবং আরও-১ এ কে এম আমিনুল ইসলাম। ফল ঘোষণা অনুষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সব প্রার্থী ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, নিয়োগে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার সুযোগ ছিল। তবে লিখিত পরীক্ষায় কেউ উত্তীর্ণ না হওয়ায় ৪৭ জন প্রার্থীই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য গোয়েন্দা নজরদারি করা হয়েছে, যাতে কেউ দালালের খপ্পরে না পড়ে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এই ৪৭ জন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন। তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে। মেডিকেল পরীক্ষায় কেউ বাদ পড়লে তাঁর স্থলে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নেওয়া হবে।

কোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন বেকার নারী-পুরুষ। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৬ জন নারী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৯ জন। উত্তীর্ণদের মধ্যে ইলেকট্রিক টেকনিশিয়ান ও চা দোকানিও রয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় গাজীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করেন নিয়োগ কমিটির চেয়ারম্যান ও গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সদস্য, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, গাজীপুর পুলিশ লাইন্সের আরওআই মিজানুর রহমান এবং আরও-১ এ কে এম আমিনুল ইসলাম। ফল ঘোষণা অনুষ্ঠানে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সব প্রার্থী ও অনেক অভিভাবক উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, নিয়োগে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার সুযোগ ছিল। তবে লিখিত পরীক্ষায় কেউ উত্তীর্ণ না হওয়ায় ৪৭ জন প্রার্থীই মেধার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য গোয়েন্দা নজরদারি করা হয়েছে, যাতে কেউ দালালের খপ্পরে না পড়ে। শতভাগ স্বচ্ছতা, যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, এই ৪৭ জন প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছেন। তাঁদের মেডিকেল পরীক্ষা করা হবে। মেডিকেল পরীক্ষায় কেউ বাদ পড়লে তাঁর স্থলে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থী নেওয়া হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৫ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে