ঢাবি সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে এটি মাস্টার দা সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র-সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, 'হাসনাতের ওপর হামলা মানেই জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এই সরকার এখনও জুলাইয়ের ঘোষণাপত্র দেয়নি, বরং অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের রক্তের মর্যাদাও রক্ষা করতে পারেনি।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আদালতের দোহাই দিয়ে ছাত্রদের থামানো যাবে না। যদি নিষিদ্ধ করতে না পারেন, তবে আমরা আমাদের সমর্থন সরিয়ে নেব।'
সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত বলেন, 'আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জনগণের চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। এমন সংগঠনগুলো কীভাবে নির্বাচনে অংশ নেয়? এদের জায়গা এই দেশের মাটিতে নয়, বরং ফাঁসির মঞ্চে।'
তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মীদের পদে বসানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা দলটির বৈধতা দিয়েছে, তারা এখনও ক্ষমতায় রয়েছেন।
সমাবেশ থেকে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। তারা মিছিল ও সমাবেশ থেকে আওয়ামী লীগসহ এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
রোববার (৪ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে এটি মাস্টার দা সূর্যসেন হল, প্রশাসনিক ভবন ও উপাচার্যের বাসভবন ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
মিছিল-পরবর্তী সমাবেশে গণতান্ত্রিক ছাত্র-সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, 'হাসনাতের ওপর হামলা মানেই জুলাই অভ্যুত্থানের ওপর হামলা। এই সরকার এখনও জুলাইয়ের ঘোষণাপত্র দেয়নি, বরং অভ্যুত্থানে অংশ নেওয়া নেতাকর্মীদের নিরাপত্তাও দিতে ব্যর্থ হয়েছে। শহীদদের রক্তের মর্যাদাও রক্ষা করতে পারেনি।'
তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আদালতের দোহাই দিয়ে ছাত্রদের থামানো যাবে না। যদি নিষিদ্ধ করতে না পারেন, তবে আমরা আমাদের সমর্থন সরিয়ে নেব।'
সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ রিফাত বলেন, 'আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জনগণের চোখে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। এমন সংগঠনগুলো কীভাবে নির্বাচনে অংশ নেয়? এদের জায়গা এই দেশের মাটিতে নয়, বরং ফাঁসির মঞ্চে।'
তিনি আরও অভিযোগ করেন, দেশের প্রশাসনের বিভিন্ন স্তরে টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মীদের পদে বসানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যারা দলটির বৈধতা দিয়েছে, তারা এখনও ক্ষমতায় রয়েছেন।
সমাবেশ থেকে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্র প্রকাশের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
৩ ঘণ্টা আগে