রাজবাড়ী প্রতিনিধি

ভিজিএফয়ের চাল বিতরণের সময় ১০ কেজির পরিবর্তে ৭ কেজি দেওয়ার কারণ জানতে চাওয়ায় রাজবাড়ীতে তিন সাংবাদিকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি-গালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক ইউপি চেয়ারম্যানসহ তার সহযোগীরা।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে বিকেলে রাজবাড়ী থানায় লাঞ্ছিত ওই সাংবাদিকেরা অভিযোগ দায়ের করেছে। সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ওই চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম শেখ মো. ওহিদুজ্জামান। সে সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ভুক্তভোগী ওই সাংবাদিকেরা হলেন ইমরান হোমেন মনিম, আতিয়ার রহমান ও শহিদুল ইসলাম।
সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, ‘আমিসহ কয়েকজন সহকর্মী মুলঘর ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সগ্রহ যাই। সেখানে গিয়ে দেখি ১০ কেজি চালের পরিবর্তে ৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এমন অনিয়মের তথ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। পরে তার সঙ্গোপাঙ্গো এসে চড়াও হন। তখন পরিষদের বাড়ান্দা থেকে চেয়ারম্যান এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার হুমকি দেন। এ সময় আমার সঙ্গে থাকা অন্য সহকর্মীদের ওপরও হামলা করে তাদের কাছে থাকা একটি ক্যামেরা, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।’
রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘সাংবাদিকদের লাঞ্ছিতে বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে।’
এদিকে তিন সাংবাদিকে লাঞ্ছিতের ঘটনায় জেলায় কর্মরত অন্য সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান।

ভিজিএফয়ের চাল বিতরণের সময় ১০ কেজির পরিবর্তে ৭ কেজি দেওয়ার কারণ জানতে চাওয়ায় রাজবাড়ীতে তিন সাংবাদিকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি-গালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক ইউপি চেয়ারম্যানসহ তার সহযোগীরা।
আজ সোমবার দুপুরে সদর উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। পরে বিকেলে রাজবাড়ী থানায় লাঞ্ছিত ওই সাংবাদিকেরা অভিযোগ দায়ের করেছে। সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ওই চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম শেখ মো. ওহিদুজ্জামান। সে সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
ভুক্তভোগী ওই সাংবাদিকেরা হলেন ইমরান হোমেন মনিম, আতিয়ার রহমান ও শহিদুল ইসলাম।
সাংবাদিক ইমরান হোসেন মনিম বলেন, ‘আমিসহ কয়েকজন সহকর্মী মুলঘর ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সগ্রহ যাই। সেখানে গিয়ে দেখি ১০ কেজি চালের পরিবর্তে ৭ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এমন অনিয়মের তথ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। পরে তার সঙ্গোপাঙ্গো এসে চড়াও হন। তখন পরিষদের বাড়ান্দা থেকে চেয়ারম্যান এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার হুমকি দেন। এ সময় আমার সঙ্গে থাকা অন্য সহকর্মীদের ওপরও হামলা করে তাদের কাছে থাকা একটি ক্যামেরা, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।’
রাজবাড়ী থানার ওসি মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, ‘সাংবাদিকদের লাঞ্ছিতে বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আজ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত চেয়ারম্যানকে আটক করা হয়েছে।’
এদিকে তিন সাংবাদিকে লাঞ্ছিতের ঘটনায় জেলায় কর্মরত অন্য সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানসহ তার সহযোগীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১৫ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩৩ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে