আজকের পত্রিকা ডেস্ক

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সুযোগ চান ১০ সিটি করপোরেশনের কাউন্সিলররা। সুযোগ পেলে তারা সরকারের কাজে সহযোগিতা করতে চান। তাই রাজধানী ঢাকার দুই সিটি বাদে বাকি ১০ সিটির কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন অপসারিত কাউন্সিলররা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপসারিত কাউন্সিলরদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে সরকারকে বিষয়টি বলব। তবে আপনারা ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বুঝিয়ে দিন আপনাদের কাজ কী, আপনারা অরাজনৈতিক। মহাসমাবেশ করে সরকারকে বোঝাতে পারলে আপনারা জয়ী হবেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী গোলাম কিবরিয়া ও আয়েশা আক্তার।
সমাবেশে উপস্থিত বিভিন্ন সিটির অপসারিত কাউন্সিলররা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। তারা জনগণের সেবা করার সুযোগ চান। কাউন্সিলরদের অপসারণের সুযোগে রোহিঙ্গারা ভোটার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে, তারা এই সরকারকে (অন্তর্বর্তী) পূর্ণ সমর্থন দেবেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের কাউন্সিলরদের গত ২৭ সেপ্টেম্বর অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই সময় পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। তার আগে ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার সুযোগ চান ১০ সিটি করপোরেশনের কাউন্সিলররা। সুযোগ পেলে তারা সরকারের কাজে সহযোগিতা করতে চান। তাই রাজধানী ঢাকার দুই সিটি বাদে বাকি ১০ সিটির কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সমাবেশ করেছেন অপসারিত কাউন্সিলররা।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অপসারিত কাউন্সিলরদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘আমি সুযোগ পেলে সরকারকে বিষয়টি বলব। তবে আপনারা ঐক্যবদ্ধ হোন। ঐক্যবদ্ধ হয়ে সরকারকে বুঝিয়ে দিন আপনাদের কাজ কী, আপনারা অরাজনৈতিক। মহাসমাবেশ করে সরকারকে বোঝাতে পারলে আপনারা জয়ী হবেন।’
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সমন্বয়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী গোলাম কিবরিয়া ও আয়েশা আক্তার।
সমাবেশে উপস্থিত বিভিন্ন সিটির অপসারিত কাউন্সিলররা বলেন, কাউন্সিলরদের অপসারণের পর থেকে নাগরিক সেবা বন্ধ হয়ে গেছে। তারা জনগণের সেবা করার সুযোগ চান। কাউন্সিলরদের অপসারণের সুযোগে রোহিঙ্গারা ভোটার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাই কাউন্সিলরদের পুনর্বহাল করা হলে, তারা এই সরকারকে (অন্তর্বর্তী) পূর্ণ সমর্থন দেবেন।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহের কাউন্সিলরদের গত ২৭ সেপ্টেম্বর অপসারণ করে অন্তর্বর্তী সরকার। একই সময় পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়। তার আগে ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৬ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩২ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে