Ajker Patrika

নারায়ণগঞ্জে যুবতীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে যুবতীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ 

নারায়ণগঞ্জের বন্দরে বেড়াতে আসা এক যুবতীকে দলবেঁধে ধর্ষণ এবং ছিনতাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় উপজেলার হাজীপুর ট্রেনিং সেন্টারের পাশের একটি বিলে এই ধর্ষণের ঘটনা ঘটে। এরপর প্রায় ১০ দিন পর ২৪ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। মামলায় চারজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বন্দরের দড়ি সোনাকান্দা এলাকার আরমান (২৩), একই এলাকার ইয়াসিন (২০) এবং রূপালী আবাসিক এলাকার আবু বক্কর সিদ্দিক (২২)। 

ভুক্তভোগী যুবতী জানান, ‘গত ১৪ ফেব্রুয়ারি বন্দরের সোনাকান্দা এলাকায় আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে যাওয়ার পথে আসামিরা আমার পথরোধ করে। এরপর আমাকে জোরপূর্বক পাশের একটি বিলে নিয়ে ধর্ষণ করে। এরপর আমার হাতে থাকা মোবাইল ও গলার চেইন, কানের দুল ও আংটি ছিনিয়ে নিয়ে যায়।’ 

এই বিষয়ে ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী গতকাল শুক্রবার রাতে এসে থানায় মামলা করেন। আজকে দিনভর বন্দরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত