নরসিংদীতে সিএনজি পাম্প স্টেশন থেকে যানবাহনে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ চালু ও অবৈধভাবে স্টেশন থেকে সিলিন্ডার ভর্তি কন্টেইনারে গ্যাস সরবরাহ বন্ধের দাবি জানিয়েছেন গাড়ির চালক ও মালিকেরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা ২০ পর্যন্ত তাঁরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় এ অবরোধ চলে। এ সময় মহাসড়কের দুই পাশের অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে আটকা পড়ে।
এদিক খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ অবরোধকারীদের দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হলে দুপুর ২টা ২০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়।
মহাসড়ক অবরোধকারী গাড়িচালক ও মালিকেরা জানান, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টেড কার, পরিবহনসহ বিভিন্ন গাড়িতে গ্যাস সরবরাহ না করে কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
অবরোধকারীরা আরও জানান, কন্টেইনারের মাধ্যমে কল-কারখানায় গ্যাস সরবরাহ করা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইনবিরোধী। অচিরেই এই সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে