ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষার্থী ক্যাম্পাসে ফেরায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার থেকে কোনো ধরনের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন তাঁরা। শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের অভ্যন্তরীণ ফেসবুক-মেসেঞ্জার গ্রুপ, অফিশিয়াল ফেসবুকেও এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়।
হল সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে তড়িৎ ও বিদ্যুৎ প্রকৌশল বিভাগের (ইইই) ১৯ তম ব্যাচের ছাত্র আফনান আহমেদ ও ইরফান আহমেদ পরাগ নামে দুজন শিক্ষার্থী, যাদের সঙ্গে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে, তাঁরা হলে ওঠার চেষ্টা করেন। এ সময় হলের শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসে ওঠেন। একই সঙ্গে ছাত্রলীগের সঙ্গে যুক্ত আরও চারজনকে নিয়ে অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা রাতে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাঁদের বের করে দেন এবং অভিযুক্তদের পুনর্বাসনের প্রতিবাদে ক্লাস বর্জনের ঘোষণা দেন।
এ বিষয়ে বুয়েটের বিভিন্ন ব্যাচের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তাঁরা বলেন, ‘ছাত্রলীগের সঙ্গে যারা জড়িত, যারা বিভিন্ন সময় ছাত্রলীগকে পুনর্বাসন করার চেষ্টা করেছেন, তাঁদের আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। তাঁরা আমাদের ক্যাম্পাসের জন্য অনিরাপদ। তাঁদের নিয়ে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করছি।’
বিকেলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের সঙ্গে দেখা করে তাঁদের দাবিগুলো পেশ করেছেন। এ সময় অধ্যাপক বদরুজ্জামান শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসও দেন। তবে শিক্ষার্থীরা দৃশ্যমান পদক্ষেপ দেখলে ক্লাস-পরীক্ষায় ফিরবেন বলে জানান।
উল্লেখ্য, সরকারের পতনের পর গত ৩১ আগস্ট থেকে বুয়েটের স্নাতক শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।

বৃহস্পতিবার সকালে রিফুজি মার্কেট এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. রেজাউল করিমের ফেস্টুন লাগাতে গেলে স্থানীয় বিএনপির এক কর্মী বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
২৫ মিনিট আগে
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দীঘিরপাড় ইউনিয়নের দীঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এই সংঘর্ষ হয়।
২৭ মিনিট আগে
‘সহিংসতা নয়, শান্তিই জনগণের দাবি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার ১১টি আসনের মূল শহরগুলোতে একটি করে সম্প্রীতির ক্যাম্পেইন পরিচালনা করবে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বুধবার বিকেলে মাসুদুর রহমানের বদলি আদেশটি বাতিল করা হয়।
১ ঘণ্টা আগে