
রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও আদালতে হিজড়াদের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের দাবি ও প্রশাসনের সহযোগিতা চেয়ে মানববন্ধন করেছেন হিজড়ারা। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে এ মানববন্ধন করেন তাঁরা।
‘হিজড়া সন্ত্রাসী আপন ও আব্বাস উদ্দিন আশিক কর্তৃক তিন শতাধিক হিজড়ার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার চাই’ শীর্ষক ব্যানারের এ মানববন্ধনে রাজধানীর বিভিন্ন এলাকার কয়েক শতাধিক হিজড়া অংশ নেন।
মানববন্ধনে এক পক্ষের হিজড়াগুরু হাজী কচি বলেন, ‘লুটেপুটে খেতে আমাদের দাবিয়ে রাখার জন্যই আপন হিজড়া ও তারা সহযোগীরা হামলার নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমি চাই ওই দিনের ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করা হোক। সেই সঙ্গে ওই এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করুক প্রশাসন। তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে।’
হাজী কচি বলেন, ‘ওই সব মামলায় আমি শারীরিকভাবে অক্ষম হওয়া সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। তাই অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই।’
মানববন্ধন থেকে এই দুটি মামলা সাজানো (মিথ্যা) দাবি করে হিজড়াগুরু রাখি শেখ বলেন, ‘আপন ও তার প্রধান সহযোগী আশিক সন্ত্রাসী। তারা সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাডারের কাঁধে ভর করে উত্তরাতে ত্রাসের রাজত্ব করছে। এদের দমন করতে প্রশাসনের সহযোগিতা চাই।’
নুসরাত জাহান মৌ নামের এক হিজড়া তাঁর বক্তব্যে বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বিভিন্ন টিভি চ্যানেলে সহশিল্পীর অভিনয় (নাটক) করে সংসার চালিয়ে ঢাকা শহরে বসবাস করি। আপনার হিজড়ার ভাড়াটে নারী ফাতেমা আমার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তাই আমি চাই এসব মামলার সুষ্ঠু তদন্ত হোক। সেই সঙ্গে আসল অপরাধীদের পুলিশ খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক।’
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিকেল ৪টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কে হিজড়া হাজী কচি ও হিজড়া আপনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ওই দিন উত্তরায় হিজড়াদের দুই গ্রুপের সংঘর্ষে ৯ জন আহত হন। পরদিন ২৬ অক্টোবর দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় আপন হিজড়ার স্বামী আব্বাস উদ্দিন আশিক বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং আরও দুই থেকে তিন শ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৭ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩১ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে