
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আশপাশের বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়েছে। শিশুদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়া করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এখানে বিক্ষোভকারীদের মধ্যে কাজলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, একে স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, গভ. তুলারাম কলেজ, নারায়ণগঞ্জের ছাত্ররাই সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জের ছাত্ররা সকাল থেকেই বাসে করে এসে জমায়েত হয়।
বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করতে থাকে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে তারা। তবে বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়ায় শিশুরা শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ায় ভুগছেন। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে দুপুর থেকে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে