নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৮তম দিবস উপলক্ষে রাজধানীর নটর ডেম কলেজ এলাকায় শোভাযাত্রা করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ শুক্রবার সাঁওতালদের বাদ্যযন্ত্র মাদল, বাঁশি, করতাল, টামাক বাজিয়ে এবং ঐতিহ্যবাহী পাঞ্চি পাড়হাট পোশাক পরে সাঁওতাল শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাটি নটর ডেম কলেজ থেকে মতিঝিলের শাপলা চত্বর ঘুরে আবার নটর ডেমে এসে শেষ হয়। এরপর নটর ডেম কলেজ অডিটোরিয়ামে সাঁওতাল ভাষায় গান পরিবেশন করেন শিল্পীরা।
পাঁচ বছর বয়সী সন্তান রড্রিক সাইরাস টুডুকে সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন অঞ্জলি হাজদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলোচনা সভা হলে তো একজন বলে আর সবাই শোনে, কিন্তু শোভাযাত্রায় সবাই অংশ নেয়। মানুষ আমাদের সম্পর্কে জানতে পারে। আমরা আমাদের সাঁওতালদের ঐতিহ্য তুলে ধরতে পারি। আমি ছোটবেলা থেকেই এ ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানেরাও ছোটবেলা থেকেই সাঁওতালদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে, সচেতন হতে পারছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পঞ্চম সরেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাবি ও অধিকারগুলো তুলে ধরতে পারি। আর আমরা তো সবাই একসঙ্গে থাকি না, কিন্তু এদিন সবাই একসঙ্গে হতে পারি। আমরা এদিন আনন্দ করি, একসঙ্গে খাওয়াদাওয়া করি। অনেক মজা হয়, খুব ভালো লাগে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি বদন মুরমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক মিল্কি সাদেক হাজদাসহ সংগঠনর প্রতিনিধিরা।

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬৮তম দিবস উপলক্ষে রাজধানীর নটর ডেম কলেজ এলাকায় শোভাযাত্রা করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। আজ শুক্রবার সাঁওতালদের বাদ্যযন্ত্র মাদল, বাঁশি, করতাল, টামাক বাজিয়ে এবং ঐতিহ্যবাহী পাঞ্চি পাড়হাট পোশাক পরে সাঁওতাল শিশু, কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়।
শোভাযাত্রাটি নটর ডেম কলেজ থেকে মতিঝিলের শাপলা চত্বর ঘুরে আবার নটর ডেমে এসে শেষ হয়। এরপর নটর ডেম কলেজ অডিটোরিয়ামে সাঁওতাল ভাষায় গান পরিবেশন করেন শিল্পীরা।
পাঁচ বছর বয়সী সন্তান রড্রিক সাইরাস টুডুকে সঙ্গে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন অঞ্জলি হাজদা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলোচনা সভা হলে তো একজন বলে আর সবাই শোনে, কিন্তু শোভাযাত্রায় সবাই অংশ নেয়। মানুষ আমাদের সম্পর্কে জানতে পারে। আমরা আমাদের সাঁওতালদের ঐতিহ্য তুলে ধরতে পারি। আমি ছোটবেলা থেকেই এ ধরনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সন্তানেরাও ছোটবেলা থেকেই সাঁওতালদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারছে, সচেতন হতে পারছে।
শোভাযাত্রায় অংশ নেওয়া নটর ডেম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী পঞ্চম সরেন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দাবি ও অধিকারগুলো তুলে ধরতে পারি। আর আমরা তো সবাই একসঙ্গে থাকি না, কিন্তু এদিন সবাই একসঙ্গে হতে পারি। আমরা এদিন আনন্দ করি, একসঙ্গে খাওয়াদাওয়া করি। অনেক মজা হয়, খুব ভালো লাগে।’
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি বদন মুরমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু, সাংগঠনিক সম্পাদক মিল্কি সাদেক হাজদাসহ সংগঠনর প্রতিনিধিরা।

পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
৩২ মিনিট আগে
উল্লাসরত নেতা-কর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাঁদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করেছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তাঁরা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি।
১ ঘণ্টা আগে
ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল করিম জানান, শনিবার বিকেলে এলেঙ্গী বাজারে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বয়স ৩০ থেকে ৩২ বছর বলে ধারণা করো হচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল-সংলগ্ন জালকুড়ি সড়কের খালপাড় থেকে লাশটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে