নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে মাধবদী এসপি ইনস্টিটিউশনের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
নিহত শাহ আলম মাধবদী এসপি ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোবারক হোসেন ওরফে শাহ আলমকে।
মানববন্ধনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র দেবনাথ তাঁর বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মোবারক হোসেন ওরফে শাহ আলমকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’ এ সময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনোয়ার হোসেন, মো. ইব্রাহিম হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হত্যা মামলার সূত্রে জানা যায়, শুক্রবার মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সে থুতু ফেললে ইয়াসিন নামে এক কিশোরের পায়ের ওপর পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনার জেরে পরদিন শনিবার সন্ধ্যায় দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে ইয়াসিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য শাহ আলমকে কুপিয়ে আহত করে। পরে ওই রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি ইয়াসিন ও তার অন্যান্য সহযোগী পলাতক রয়েছে।

নরসিংদীর মাধবদীতে পায়ের সামনে থুতু ফেলার জেরে মোবারক হোসেন ওরফে শাহ আলম (১৭) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী, শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ বুধবার দুপুরে মাধবদী এসপি ইনস্টিটিউশনের সামনে এই মানববন্ধন পালন করা হয়।
নিহত শাহ আলম মাধবদী এসপি ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। গত শুক্রবার কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোবারক হোসেন ওরফে শাহ আলমকে।
মানববন্ধনে মাধবদী এসপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র দেবনাথ তাঁর বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী মোবারক হোসেন ওরফে শাহ আলমকে যারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা যথাযথ তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’ এ সময় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনোয়ার হোসেন, মো. ইব্রাহিম হোসেনসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হত্যা মামলার সূত্রে জানা যায়, শুক্রবার মোবারক হোসেন বাড়ি থেকে বের হয়ে স্থানীয় একটি চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সে থুতু ফেললে ইয়াসিন নামে এক কিশোরের পায়ের ওপর পড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এই ঘটনার জেরে পরদিন শনিবার সন্ধ্যায় দক্ষিণ বিরামপুর এলাকার আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে ইয়াসিনের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের ১০-১২ জন সদস্য শাহ আলমকে কুপিয়ে আহত করে। পরে ওই রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলার পর পুলিশ চারজনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি ইয়াসিন ও তার অন্যান্য সহযোগী পলাতক রয়েছে।

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর ১৭ কোটি টাকার সম্পদ রয়েছে এবং ব্যক্তিগত দেনা রয়েছে ১ কোটি ৪৫ লাখ ৪৪ হাজার ৭৫৬ টাকা। তাঁর বার্ষিক আয় ৪৭ লাখ ৫৯ হাজার ৭১২ টাকা।
৩৮ মিনিট আগে
বগুড়ার কাহালুতে মোটরসাইকেলের ধাক্কায় মমতাজ সোনার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা বাজারে এই দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ সোনার গুড়বিশা গ্রামের বাসিন্দা। তিনি মালঞ্চা ইউনিয়ন পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মনজিলা বেগমের স্বামী।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
৮ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
৮ ঘণ্টা আগে