Ajker Patrika

ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে স্নানোৎসবে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহা অষ্টমীর স্নানে নেমে রাজদ্বীপ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাঙ্গলবন্দের অন্নপূর্ণা ঘাটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে। মৃত রাজদ্বীপ চট্টগ্রামের পটিয়া উপজেলার বেলমাইন গ্রামের উজ্জ্বল দাসের ছেলে।

পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক শিপন সরকার বলেন, ‘শিশুটি তার মা, বোন ও নানির সঙ্গে ব্রহ্মপুত্র নদে স্নানে নামে। একপর্যায়ে স্বজনের হাত থেকে বিচ্ছিন্ন হয়ে সে নদে ডুবে যায়। বিষয়টি ঘাটের দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের কর্মদের জানানো হলে অভিযানে নামে তারা। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, মৃত শিশুটির পরিবারকে স্নান উদ্‌যাপন পরিষদের তরফ থেকে ২১ হাজার টাকা ও লাশবাহী অ্যাম্বুলেন্সের খরচ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত