সাভার (ঢাকা) প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকেই সারা দেশে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদেরও সে অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর থেকেই জাবির মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল ৪টায় পুলিশের বাধা ঠেলে মহাসড়কে নেমে আসেন আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার আগেই ফটকের ভেতরে জমায়েত হন আন্দোলনকারী জাবি শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, সাভার, আশুলিয়া ও ধামরাই থানা-পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন দুই শতাধিক পুলিশ সদস্য। এ সময় পুলিশের সাঁজোয়া যান এপিসি ওয়ানও চোখে পড়ে।
মহাসড়ক অবরোধ করার আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘রাস্তা বন্ধ করা উচিত নয়। আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর থেকে আন্দোলন করুক, আমরা প্রোটেকশন দেব। রাস্তায় এসে মানুষের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না। আমরা চাই, এটা শান্তিপূর্ণ আন্দোলন, ক্যাম্পাসের মধ্যেই হোক। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের মেসেজ দিয়েছি। আজ সপ্তাহের শেষ কর্মদিবসে রাস্তা বন্ধ হলে প্রচুর দুর্ভোগ হবে।’
সর্বশেষ বিকেল ৫টায় দেখা যায়, শিক্ষার্থীরা অবরোধ করার পর পুলিশ সদস্যরা ফটকের সামনেই সতর্ক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ফটকের সামনে ওভারব্রিজের নিচে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকেই সারা দেশে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদেরও সে অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর থেকেই জাবির মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল ৪টায় পুলিশের বাধা ঠেলে মহাসড়কে নেমে আসেন আন্দোলনকারীরা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার আগেই ফটকের ভেতরে জমায়েত হন আন্দোলনকারী জাবি শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন আন্দোলনকারীরা।
সরেজমিনে দেখা যায়, সাভার, আশুলিয়া ও ধামরাই থানা-পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন দুই শতাধিক পুলিশ সদস্য। এ সময় পুলিশের সাঁজোয়া যান এপিসি ওয়ানও চোখে পড়ে।
মহাসড়ক অবরোধ করার আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘রাস্তা বন্ধ করা উচিত নয়। আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর থেকে আন্দোলন করুক, আমরা প্রোটেকশন দেব। রাস্তায় এসে মানুষের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না। আমরা চাই, এটা শান্তিপূর্ণ আন্দোলন, ক্যাম্পাসের মধ্যেই হোক। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের মেসেজ দিয়েছি। আজ সপ্তাহের শেষ কর্মদিবসে রাস্তা বন্ধ হলে প্রচুর দুর্ভোগ হবে।’
সর্বশেষ বিকেল ৫টায় দেখা যায়, শিক্ষার্থীরা অবরোধ করার পর পুলিশ সদস্যরা ফটকের সামনেই সতর্ক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ফটকের সামনে ওভারব্রিজের নিচে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে