নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ছুটিকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘ম্যাটারনিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি-এর প্রতিবাদ’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ পূরণ করে। এই শ্রমিকদের মধ্যে ৩০ লাখই নারী। অথচ পাবলিক সেক্টরে ৬ মাস ম্যাটারনিটি ছুটি ৬ মাস থাকলেও গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে ম্যাটারনিটি ছুটি ৪ মাস। এক দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না।
তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয় গত ২৫ আগস্ট ম্যাটারনিটি ছুটির আগের মাসের মজুরিকে গড় মজুরি ধরে আর্থিক সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রজ্ঞাপন বাতিল করে ম্যাটারনিটি ছুটি ৬ মাস করার পাশাপাশি ছুটির সব সুবিধা নিশ্চিত করতে হবে।’
একতা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি বলেন, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। নারী শ্রমিকদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের বাবুল আকতার, একতা গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্কপ এর কো সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলসহ অন্যরা।

গার্মেন্টস শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং ছুটিকালীন আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলো। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ‘ম্যাটারনিটি সুবিধা নিয়ে গার্মেন্টস মালিকদের রক্ত শোষণ এবং সরকারের মালিক তোষণ নীতি-এর প্রতিবাদ’ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন। তিনি বলেন, ৪২ লাখ গার্মেন্টস শ্রমিক দেশের মোট রপ্তানি আয়ের ৮৩ শতাংশ পূরণ করে। এই শ্রমিকদের মধ্যে ৩০ লাখই নারী। অথচ পাবলিক সেক্টরে ৬ মাস ম্যাটারনিটি ছুটি ৬ মাস থাকলেও গার্মেন্টস ও প্রাইভেট সেক্টরে ম্যাটারনিটি ছুটি ৪ মাস। এক দেশে এ ধরনের বৈষম্য চলতে পারে না।
তিনি আরও বলেন, ‘শ্রম মন্ত্রণালয় গত ২৫ আগস্ট ম্যাটারনিটি ছুটির আগের মাসের মজুরিকে গড় মজুরি ধরে আর্থিক সুবিধা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে। এটা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক। এই প্রজ্ঞাপন বাতিল করে ম্যাটারনিটি ছুটি ৬ মাস করার পাশাপাশি ছুটির সব সুবিধা নিশ্চিত করতে হবে।’
একতা গার্মেন্টস ফেডারেশনের সহসভাপতি বলেন, আমাদের দাবি আদায়ে সোচ্চার হতে হবে। নারী শ্রমিকদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নইলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের বাবুল আকতার, একতা গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, স্কপ এর কো সমন্বয়কারী আহসান হাবিব বুলবুলসহ অন্যরা।

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত আন্তনগর ‘এগারো সিন্ধুর প্রভাতী’ ট্রেনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুরে টঙ্গী-ভৈরব রেললাইনের তুমলিয়ার দড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বগি বিচ্ছিন্ন হয়ে রেললাইনের ওপর পড়ে থাকলেও কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২৮ মিনিট আগে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সড়ক দখল করে বালু রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে রাখা ১৯২ ঘনফুট বালু জব্দ করা হয়। আজ সোমবার (৫ জানুয়ারি) সকালে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ...
৩২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে গভীর রাতে একটি জাহাজভাঙা কারখানায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় দুই নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার কুমিরা নৌঘাট এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই নিরাপত্তা প্রহরী হলেন মো. খালেদ প্রামাণিক ও মো. সাইফুল্লাহ।
৪৪ মিনিট আগে
আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম রাসেল নতুন তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে