নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মীরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর বনানীতে রূপসা টাওয়ারে আলেশার অফিসে জড়ো হন তারা। এ সময় আলেশা মার্টের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা শুরুতে তাদের বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু কিছুক্ষণ পর তাদের নানাভাবে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলা হয়।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের বিক্রয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন, ‘আমি ছেলেকে হাসপাতালে রেখে বকেয়া বেতন চাইতে এসেছি। কিন্তু এখানে এসে আমাদের হুমকি শুনতে হলো। আমাদের বলা হয়েছে চলে না গেলে বিপদে পড়তে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মী বলেন, ‘আমরা আলেশা কার্ডের ২১ জন কর্মী এখানে আছি। আমাদের ওপর মালিকপক্ষ হামলাও করতে পারে। বেতন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এ জন্য তারা নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।
আলেশা কার্ডের কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। এদের কেউই পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

পাঁচ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কর্মীরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা ১১টায় রাজধানীর বনানীতে রূপসা টাওয়ারে আলেশার অফিসে জড়ো হন তারা। এ সময় আলেশা মার্টের মানব সম্পদ বিভাগের কর্মকর্তারা শুরুতে তাদের বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু কিছুক্ষণ পর তাদের নানাভাবে হুমকি দিয়ে ওই স্থান ত্যাগ করতে বলা হয়।
বরিশাল থেকে আসা আলেশা কার্ডের বিক্রয় শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মী বলেন, ‘আমি ছেলেকে হাসপাতালে রেখে বকেয়া বেতন চাইতে এসেছি। কিন্তু এখানে এসে আমাদের হুমকি শুনতে হলো। আমাদের বলা হয়েছে চলে না গেলে বিপদে পড়তে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মী বলেন, ‘আমরা আলেশা কার্ডের ২১ জন কর্মী এখানে আছি। আমাদের ওপর মালিকপক্ষ হামলাও করতে পারে। বেতন না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।’
কর্মীরা জানান, সংবাদমাধ্যমে তাদের নাম প্রকাশ পেলে মালিকপক্ষ বেতন না দিয়ে উল্টো ঝামেলায় ফেলতে পারে এ জন্য তারা নাম প্রকাশ করতে চাইছেন না।
এ বিষয়ে কথা বলতে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। খুদেবার্তারও জবাব দেননি তিনি।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বকেয়া বেতনের দাবিতে আলেশা মার্টের অফিসের সামনে অবস্থান নেন ১৫ জন কর্মী। সে সময় মালিকপক্ষ তাদের দুই মাসের বেতন পরিশোধ করে সেখান থেকে তাদের সরিয়ে দেয়।
আলেশা কার্ডের কর্মীরা জানান, সারা দেশে তাদের ৯০ জনের মতো কর্মকর্তা রয়েছেন। তাদের অধীনে কয়েক হাজার কর্মী রয়েছে। এদের কেউই পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
৬ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৪২ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে