নিজস্ব প্রতিবেদক, ঢাক

দলীয় নিয়োগের অভিযোগ এনে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া সেই ৭৫৭ জন পুলিশের এসআই ও সার্জেন্টরা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও বেনজীর আহমেদ কর্তৃক ২০০৭ সালে বাতিলকৃত নিয়োগ পুনর্বহাল চান নিয়োগবঞ্চিতরা।
আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ১৮ বছর আগে পুলিশের চাকরিবঞ্চিত প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে সার্জেন্ট পদে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরও চাকরিবঞ্চিত হওয়া মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘২০০৭ সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও বেনজীর আহমেদ নিজেদের দলীয় স্বার্থ কায়েম করতে, আমাদের চূড়ান্ত নিয়োগ বাতিল করে দেয়। আমাদের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু দলীয় বিবেচনায় নিয়োগ অজুহাতে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ৫৩৬ জন এসআই এবং ২২১ জন সার্জেন্টসহ মোট ৭৫৭ জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করে দেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত প্রার্থীরা পুলিশ ট্রেনিং একাডেমি সারদা, রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম। কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশপ্রধান। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীকালে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতেও আমরা নিয়োগবঞ্চিত ৭৫৭ জন চাকরিপ্রার্থী ন্যায়বিচার থেকে বঞ্চিত হই।’
সংবাদ সম্মেলনে নিয়োগবঞ্চিত এসআই ও সার্জেন্টদের পক্ষ থেকে বলা হয়, ২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক, বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের জন্য ২০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সব রেঞ্জ ডিআইজিদের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০৬ সালের ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২২ থেকে ৩০ অক্টোবর ও পুলিশ ভেরিফিকেশন ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর সালে সম্পন্ন হয়।
একইভাবে, ২০০৫ সালের ১৪ এপ্রিল অন্য একটি বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগে আহ্বান করা হয়। নিয়োগের জন্য ২ জুলাই রাজারবাগ পুলিশ লাইনে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০০৬ সালের ২ আগস্ট পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
এ সময় চাকরিবঞ্চিতরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সুবিচারের দাবি জানান। তাঁরা মনে করেন, নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা মানবিক দিক বিবেচনা করে তাঁদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন এবং চাকরিতে পুনর্বহাল করবেন।

দলীয় নিয়োগের অভিযোগ এনে ২০০৬ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হওয়া সেই ৭৫৭ জন পুলিশের এসআই ও সার্জেন্টরা চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন। দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও বেনজীর আহমেদ কর্তৃক ২০০৭ সালে বাতিলকৃত নিয়োগ পুনর্বহাল চান নিয়োগবঞ্চিতরা।
আজ শুক্রবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ১৮ বছর আগে পুলিশের চাকরিবঞ্চিত প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে সার্জেন্ট পদে চূড়ান্ত নিয়োগ পাওয়ার পরও চাকরিবঞ্চিত হওয়া মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, ‘২০০৭ সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ ও বেনজীর আহমেদ নিজেদের দলীয় স্বার্থ কায়েম করতে, আমাদের চূড়ান্ত নিয়োগ বাতিল করে দেয়। আমাদের নিয়োগ প্রক্রিয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। স্বার্থ চরিতার্থ করার জন্য শুধু দলীয় বিবেচনায় নিয়োগ অজুহাতে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ৫৩৬ জন এসআই এবং ২২১ জন সার্জেন্টসহ মোট ৭৫৭ জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করে দেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত প্রার্থীরা পুলিশ ট্রেনিং একাডেমি সারদা, রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম। কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশপ্রধান। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীকালে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতেও আমরা নিয়োগবঞ্চিত ৭৫৭ জন চাকরিপ্রার্থী ন্যায়বিচার থেকে বঞ্চিত হই।’
সংবাদ সম্মেলনে নিয়োগবঞ্চিত এসআই ও সার্জেন্টদের পক্ষ থেকে বলা হয়, ২০০৫ সালের ১৭ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক, বাংলাদেশ পুলিশের এসআই পদে নিয়োগের জন্য ২০ ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সব রেঞ্জ ডিআইজিদের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০৬ সালের ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২২ থেকে ৩০ অক্টোবর ও পুলিশ ভেরিফিকেশন ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর সালে সম্পন্ন হয়।
একইভাবে, ২০০৫ সালের ১৪ এপ্রিল অন্য একটি বিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগে আহ্বান করা হয়। নিয়োগের জন্য ২ জুলাই রাজারবাগ পুলিশ লাইনে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২০০৬ সালের ২ আগস্ট পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।
এ সময় চাকরিবঞ্চিতরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের সুবিচারের দাবি জানান। তাঁরা মনে করেন, নিয়োগবঞ্চিত চাকরিপ্রার্থীদের প্রতি প্রধান উপদেষ্টা মানবিক দিক বিবেচনা করে তাঁদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন এবং চাকরিতে পুনর্বহাল করবেন।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটের ভেতরে উল্টে যাওয়া বালুর ট্রাকের নিচে পড়ে আহত কলার ব্যাপারী রায়হানুল ইসলামও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচজনে
৩ মিনিট আগে
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বিসিকসংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির পেছনের দরজা ছিটকে গিয়ে পেছনে থাকা একটি অটোরিকশার চালকসহ অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে আম ও ছালা দুটোই খোয়ালেন তাছলিমা বেগম। তাঁর আশা ছিল ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার। সেই লক্ষ্যে দৌলতখান উপজেলার ৪ নম্বর উত্তর জয়নগর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নারী সদস্য থেকে স্বেচ্ছায় পদত্যাগও করেছেন।
২১ মিনিট আগে
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুকের ৬ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার টাকার সম্পদ রয়েছে। নগদ রয়েছে ৩৪ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। বিদেশি মুদ্রা রয়েছে ১১ লাখ ৩০ হাজার ৬০৭ মার্কিন ডলার। আর ওয়াশিংটনে ৫৫ হাজার ডলার মূল্যের স্থাবর সম্পদ রয়েছে।
২১ মিনিট আগে