
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজ সোমবার দুদকের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি করেন।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, সম্পদের বিষয়ে দুদকে দাখিল করা বিবরণীতে কামরুন নাহার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদকে বৈধ করার পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মৎস্য আয়ের সমর্থনে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে দুদকে জমা দেন। ওই সম্পদ বিবরণীতে ৯৪ লাখ ২৩ হাজার ৮২২ টাকার সম্পদ গোপনসহ মোট ৬ কোটি ৯ লাখ ২৮ হাজার ২৭৫ টাকার সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রাখা সত্ত্বেও তিনি কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা দিয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
ফলে কামরুন নাহারের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ১৪ মে প্রকৌশলী মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন দুদকের জেসমিন আক্তার।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে