বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেশলাই দিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে গতকাল রাতে ৮-১০ জন যুবক গাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
লেগুনার চালক নাজমুল বলেন, হঠাৎ ৮-১০ জন যুবক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গাড়িতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৯ মিনিট আগে