কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেশলাই দিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে গতকাল রাতে ৮-১০ জন যুবক গাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
লেগুনার চালক নাজমুল বলেন, হঠাৎ ৮-১০ জন যুবক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গাড়িতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় স্বাধীন পরিবহনের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। এর আগে গতকাল শনিবার মধ্য রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে যায়। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে তিনটার দিকে তিনটি মোটরসাইকেল করে কয়েকজন যুবক এসে হাতে থাকা বোতল থেকে কিছু একটা ছিটিয়ে দেশলাই দিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পানি এবং রাস্তার পাশে থাকা বালুর সাহায্য আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসের সামনের ড্রাইভারের সিটের আশপাশে বেশ কিছু ক্ষতি সাধন হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। অপরদিকে গতকাল রাতে ৮-১০ জন যুবক গাড়িতে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
লেগুনার চালক নাজমুল বলেন, হঠাৎ ৮-১০ জন যুবক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়। গাড়িতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন, গাড়িতে অগ্নিসংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৯ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে