উত্তরা (ঢাকা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) ব্যবসায়ী এম শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর হজ ক্যাম্পে কর্মরত সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে দুটি হত্যা মামলার আসামি এম শরীফ উদ্দিন। তিনি ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, কাউন্সিলর যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের হলেও বর্তমানে সে খোলস বদলে বিএনপিপন্থী বলে পরিচয় দেওয়া শুরু করেন।
তারা জানান, পুলিশের বর্তমান আইজিপির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে প্রচার করতেন। এ ছাড়াও ব্যক্তিগত প্রভাব খাঁটিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোস্টিং বাণিজ্যের সঙ্গে জড়িত বলেও প্রমাণ পাওয়া গেছে।
সেনাবাহিনী জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির পালাবদলের সুযোগে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অফিস এবং বাসায় নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে ভাঙচুর চালায় এবং দখলের অপচেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়াও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতি, রাজস্ব ফাঁকি এবং অবৈধ মালামাল খালাস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী দুটি হত্যা মামলার কথা আমাদেরকে জানিয়েছে। আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) ব্যবসায়ী এম শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর হজ ক্যাম্পে কর্মরত সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে দুটি হত্যা মামলার আসামি এম শরীফ উদ্দিন। তিনি ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, কাউন্সিলর যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের হলেও বর্তমানে সে খোলস বদলে বিএনপিপন্থী বলে পরিচয় দেওয়া শুরু করেন।
তারা জানান, পুলিশের বর্তমান আইজিপির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে প্রচার করতেন। এ ছাড়াও ব্যক্তিগত প্রভাব খাঁটিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোস্টিং বাণিজ্যের সঙ্গে জড়িত বলেও প্রমাণ পাওয়া গেছে।
সেনাবাহিনী জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির পালাবদলের সুযোগে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অফিস এবং বাসায় নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে ভাঙচুর চালায় এবং দখলের অপচেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়াও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতি, রাজস্ব ফাঁকি এবং অবৈধ মালামাল খালাস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী দুটি হত্যা মামলার কথা আমাদেরকে জানিয়েছে। আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে