Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শরীফ গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শরীফ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া হত্যা মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) ব্যবসায়ী এম শরীফ উদ্দিনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কাউন্সিলরদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিমানবন্দর হজ ক্যাম্পে কর্মরত সেনা কর্মকর্তারা আজকের পত্রিকাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে দুটি হত্যা মামলার আসামি এম শরীফ উদ্দিন। তিনি ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, কাউন্সিলর যুবরাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও আওয়ামী লীগের রাজনৈতিক মতাদর্শের হলেও বর্তমানে সে খোলস বদলে বিএনপিপন্থী বলে পরিচয় দেওয়া শুরু করেন।

তারা জানান, পুলিশের বর্তমান আইজিপির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে প্রচার করতেন। এ ছাড়াও ব্যক্তিগত প্রভাব খাঁটিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পোস্টিং বাণিজ্যের সঙ্গে জড়িত বলেও প্রমাণ পাওয়া গেছে।

সেনাবাহিনী জানায়, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির পালাবদলের সুযোগে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির অফিসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অফিস এবং বাসায় নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে ভাঙচুর চালায় এবং দখলের অপচেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়াও তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঅ্যান্ডএফ ব্যবসার মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতি, রাজস্ব ফাঁকি এবং অবৈধ মালামাল খালাস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনী দুটি হত্যা মামলার কথা আমাদেরকে জানিয়েছে। আরও মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল (মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত