
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের শাজাহান খান সেতুর উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা।
নিহত দুই শিক্ষার্থী হলো মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) এবং একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। এরা দুজনই জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই।
পরিবার ও এলাকাবাসীর বরাতে সদর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে ‘শাজাহান খান সেতু’র দক্ষিণ পাড় থেকে উত্তর পাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর জখম হয় তারা। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজী ও ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজীর মৃত্যু হয়। পরে মরদেহ নিহতদের বাড়িতে নিয়ে আসে স্বজনেরা। দুই শিক্ষার্থীর অকালমৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
এ বিষয়ে জালালপুর আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল মাতব্বর বলেন, ‘শিক্ষার্থী জনি ফরাজী নবম শ্রেণিতে মানবিক শাখার ছাত্র ও নাঈম একই বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এরা খুবই মেধাবী শিক্ষার্থী ছিল। তাদের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আর প্রত্যেক অভিভাবকের উচিত মোটরসাইকেল ব্যবহারে সন্তানদের সতর্ক রাখা। অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর জন্যই এত বড় দুর্ঘটনা দেখতে হলো।’
সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা আরও বলেন, ‘রাতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার তাদের মরদেহ নিয়ে গেছে। প্রত্যেকের পরিবারের উচিত উঠতি বয়সী ছেলেমেয়েদের মোটরসাইকেল চালানোর বিষয়ে সাবধান করে দেওয়া।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৫ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৫ মিনিট আগে