Ajker Patrika

রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় সালমা আক্তার (৬৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ-সাউথ রোডে লেগুনার ধাক্কায় আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে আজ শনিবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ-সাউথ রোড এলাকায় একটি লেগুনার ধাক্কায় সালমা বেগম আহত হন। পরে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’

নিহত সালমা আক্তারের মেয়ের জামাই মো. মনির হোসেন জানান, তাঁর শাশুড়ি সালমা আক্তার পুরান ঢাকার মোগলটুলি এলাকায় স্থানীয় বাসিন্দা। বর্তমানে বংশাল মালিটোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

মনির আরও জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সালমা আক্তার মালিটোলা থেকে পায়ে হেঁটে বংশাল হাজী আব্দুল্লাহ সরকার লেনে তাঁর মেয়ে রাহিমার বাসায় যাচ্ছিলেন। পথে নর্থ-সাউথ রোডে একটি লেগুনা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে লোকজন তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত