ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।
নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।
গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।
নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।
গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

আওয়ামী লীগের লোকজনকে জামায়াতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লতিফুর রহমান বলেছেন, জামায়াতে যোগ দিলে তাঁদের দায়দায়িত্ব তাঁরা নেবেন। আইন-আদালত, থানা-পুলিশ সবকিছুই তাঁরা দেখবেন।
১৭ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম জানান, গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে নাঈমের প্রাইভেট কারটির। এতে মোটরসাইকেলের আরোহীরা নঈমকে প্রাইভেট কার থেকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি মারধর করেন।
২ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২৩) নামের এক তরুণকে হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে