
মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।
নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।
গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৭ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
২১ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২৩ মিনিট আগে