ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।
নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।
গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

মানিকগঞ্জের ঘিওরে আলোচিত শ্বশুর আব্দুল হালিম হত্যা মামলার প্রধান আসামি জামাতা মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘিওর থানা-পুলিশ গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। একইদিন তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, গত ২৩ অক্টোবর উপজেলার মাশাইল গ্ৰামের রিজিয়া বেগম বাদী হয়ে ঘিওর থানায় তাঁর স্বামীর হত্যার মামলা দায়ের করেন।
নিহতের পরিবার ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তাঁর মেয়ে বীথি আক্তারের স্বামী মো. মামুন। তবে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল।
গত ২২ অক্টোবর রাতে আব্দুল হালিম ঝালমুড়ি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুন্দুরিয়া ব্রিজের ওপর পৌঁছালে বিরোধের জেরে মো. মামুন মিয়া (৩০) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে হালিমকে কাঠের বাটাম দিয়া মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে বাদীনি থানায় এসে এজাহার দায়ের করেন। মামলা রুজুর পর আসামিকে গ্রেপ্তার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
১২ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
১ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে