নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে শহরের অলিতে গলিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ শনিবার দুপুরে ধানমন্ডির শুক্রাবাদে র্যাবের অভিযান চলাকালে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মানছেন না, অকারণে অনেকেই দোকান বা চায়ের স্টলে জটলা করার চেষ্টা করছেন। পরিবারের কথা চিন্তা করে হলেও তাঁদের অকারণে ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে পাড়া মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ২১ দফা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে নিয়োজিত আছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাবও মাঠে কাজ করছে।
দেশব্যাপী সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাব জনসচেতনতা মূলক কাজ করছে উল্লেখ করে খন্দকার মঈন বলেন, জনসাধারণকে সতর্ক করতে আমরা মাইকিং ও লিফলেট বিতরণ করছি। যাঁরা মাস্ক পড়ছেন না, জিজ্ঞাসাবাদ করে তাঁদের মাস্ক বিতরণ করছি। অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু মানুষ মানছেন না। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে বিভিন্ন শাস্তির আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা তাঁদের অনুরোধ করছি।
সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত চার শ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা আদাল করেছ র্যাব। স্বাস্থ্যবিধি না মানায় অনেক মানুষকেই শাস্তির আওতায় আনা হয়েছে। দেশব্যাপী চার শতাধিক অতিরিক্ত চেক পোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি যাঁরা মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার মঈন।
ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, লকডাউনের প্রথমদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশব্যাপী ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনে ২২০ জনকে শাস্তি দিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে শহরের অলিতে গলিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ শনিবার দুপুরে ধানমন্ডির শুক্রাবাদে র্যাবের অভিযান চলাকালে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মানছেন না, অকারণে অনেকেই দোকান বা চায়ের স্টলে জটলা করার চেষ্টা করছেন। পরিবারের কথা চিন্তা করে হলেও তাঁদের অকারণে ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে পাড়া মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ২১ দফা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে নিয়োজিত আছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাবও মাঠে কাজ করছে।
দেশব্যাপী সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাব জনসচেতনতা মূলক কাজ করছে উল্লেখ করে খন্দকার মঈন বলেন, জনসাধারণকে সতর্ক করতে আমরা মাইকিং ও লিফলেট বিতরণ করছি। যাঁরা মাস্ক পড়ছেন না, জিজ্ঞাসাবাদ করে তাঁদের মাস্ক বিতরণ করছি। অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু মানুষ মানছেন না। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে বিভিন্ন শাস্তির আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা তাঁদের অনুরোধ করছি।
সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত চার শ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা আদাল করেছ র্যাব। স্বাস্থ্যবিধি না মানায় অনেক মানুষকেই শাস্তির আওতায় আনা হয়েছে। দেশব্যাপী চার শতাধিক অতিরিক্ত চেক পোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি যাঁরা মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার মঈন।
ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, লকডাউনের প্রথমদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশব্যাপী ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনে ২২০ জনকে শাস্তি দিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।
২৯ মিনিট আগে
ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার বৈচন্ডী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।
১ ঘণ্টা আগে