নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে শহরের অলিতে গলিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ শনিবার দুপুরে ধানমন্ডির শুক্রাবাদে র্যাবের অভিযান চলাকালে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মানছেন না, অকারণে অনেকেই দোকান বা চায়ের স্টলে জটলা করার চেষ্টা করছেন। পরিবারের কথা চিন্তা করে হলেও তাঁদের অকারণে ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে পাড়া মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ২১ দফা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে নিয়োজিত আছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাবও মাঠে কাজ করছে।
দেশব্যাপী সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাব জনসচেতনতা মূলক কাজ করছে উল্লেখ করে খন্দকার মঈন বলেন, জনসাধারণকে সতর্ক করতে আমরা মাইকিং ও লিফলেট বিতরণ করছি। যাঁরা মাস্ক পড়ছেন না, জিজ্ঞাসাবাদ করে তাঁদের মাস্ক বিতরণ করছি। অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু মানুষ মানছেন না। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে বিভিন্ন শাস্তির আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা তাঁদের অনুরোধ করছি।
সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত চার শ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা আদাল করেছ র্যাব। স্বাস্থ্যবিধি না মানায় অনেক মানুষকেই শাস্তির আওতায় আনা হয়েছে। দেশব্যাপী চার শতাধিক অতিরিক্ত চেক পোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি যাঁরা মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার মঈন।
ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, লকডাউনের প্রথমদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশব্যাপী ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনে ২২০ জনকে শাস্তি দিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে শহরের অলিতে গলিতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ শনিবার দুপুরে ধানমন্ডির শুক্রাবাদে র্যাবের অভিযান চলাকালে ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
পাড়া মহল্লায় স্বাস্থ্যবিধি মানছেন না, অকারণে অনেকেই দোকান বা চায়ের স্টলে জটলা করার চেষ্টা করছেন। পরিবারের কথা চিন্তা করে হলেও তাঁদের অকারণে ঘর থেকে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান তিনি।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে আজ থেকে পাড়া মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ২১ দফা বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে সশস্ত্র বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠ পর্যায়ে নিয়োজিত আছে। সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাবও মাঠে কাজ করছে।
দেশব্যাপী সরকারের বিধি নিষেধ বাস্তবায়নে র্যাব জনসচেতনতা মূলক কাজ করছে উল্লেখ করে খন্দকার মঈন বলেন, জনসাধারণকে সতর্ক করতে আমরা মাইকিং ও লিফলেট বিতরণ করছি। যাঁরা মাস্ক পড়ছেন না, জিজ্ঞাসাবাদ করে তাঁদের মাস্ক বিতরণ করছি। অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললেও কিছু মানুষ মানছেন না। ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে বিভিন্ন শাস্তির আওতায় এনে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা তাঁদের অনুরোধ করছি।
সিভিল প্রশাসন ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সারা দেশব্যাপী ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।
এখন পর্যন্ত চার শ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লক্ষাধিক টাকা জরিমানা আদাল করেছ র্যাব। স্বাস্থ্যবিধি না মানায় অনেক মানুষকেই শাস্তির আওতায় আনা হয়েছে। দেশব্যাপী চার শতাধিক অতিরিক্ত চেক পোস্ট বসিয়ে স্বাস্থ্য বিধি যাঁরা মানছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন খন্দকার মঈন।
ব্রিফিংয়ে কমান্ডার খন্দকার আল মঈন জানান, লকডাউনের প্রথমদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেশব্যাপী ১৮২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ্বিতীয় দিনে ২২০ জনকে শাস্তি দিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
৪৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে