জবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয়ের বিভাগের শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের সহপাঠীকে গত মাসে হত্যা করা হয়েছে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তাঁর জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে।
আজ রোববার এ ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। নিহত সেই শিক্ষার্থীটি হলেন ইকরামুল হক সাজিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি।
জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা অবধি একটি আসন এভাবেই রাখা হয়।
এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দিই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরল।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’

বিশ্ববিদ্যালয়ের বিভাগের শ্রেণিকক্ষে পরীক্ষা চলছে। যাঁরা অংশগ্রহণ করছেন, তাঁদের সহপাঠীকে গত মাসে হত্যা করা হয়েছে। শারীরিকভাবে উপস্থিত হতে না পারলেও তাঁর জন্য আসন ফাঁকা রেখেছেন সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্নপত্র রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে।
আজ রোববার এ ঘটনাটি ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। নিহত সেই শিক্ষার্থীটি হলেন ইকরামুল হক সাজিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে ১৪ আগস্ট সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি।
জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। সাজিদ ওই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। সকাল ১০টায় বিভাগের ৩১৫ নম্বর কক্ষে পরীক্ষা চলা অবধি একটি আসন এভাবেই রাখা হয়।
এ বিষয়ে সাজিদের সহপাঠী রায়হান উর রাহমান সাবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে আমাদের এমবিএ প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হলো। পরীক্ষা শুরুর আগে আমরা একসাথে প্রিপারেশন নিতাম। সাজিদ আসলে না থেকেও আমাদের মাঝেই আছে। এই বিশ্বাস নিয়ের আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
সাজিদের আরেক বন্ধু রনি বলেন, ‘গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুইটা মিডটার্ম পরীক্ষা আমি আর সাজিদ একই বেঞ্চে বসে দিই। আজ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আমাদের মাঝে সাজিদ একগুচ্ছ ফুল হয়ে ফিরল।’
হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ আমার সরাসরি ছাত্র ছিল। ক্লাসেও খুব অ্যাকটিভ ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দেবে, তা অনুমেয় ছিল। আজ সাজিদ বেঁচে থাকলে পরীক্ষা দিতে আসত। তাই তাকে স্মরণ করেই শিক্ষার্থীদের সঙ্গে এই উদ্যোগ নেওয়া। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে