জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হল আগামীকাল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি হলগুলো উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা জহির রায়হান মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘হলগুলো উদ্বোধন হলে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হলে ওঠাতে পারব।’
নতুন এই ছয়টি হলের মধ্যে তিনটি ছাত্রদের ও তিনটি মেয়েদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে হলগুলোর নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু হয়। এ ছাড়া ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বর মাসে।
এর আগে, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করে।
ছাত্রীদের তিনটি হলের মধ্যে ১৭ নং হলের নাম রোকেয়া হল, ১৮ নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের তিনটি হলের মধ্যে ২০ নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নং হলের নাম শেখ রাসেল এবং ২২ নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে ১ হাজার ৪৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় তিন ধাপে বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হল আগামীকাল মঙ্গলবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক নূরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি হলগুলো উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তারা জহির রায়হান মিলনায়তন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘হলগুলো উদ্বোধন হলে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা শিক্ষার্থীদের হলে ওঠাতে পারব।’
নতুন এই ছয়টি হলের মধ্যে তিনটি ছাত্রদের ও তিনটি মেয়েদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে হলগুলোর নির্মাণ কাজ ২০১৮ সালে শুরু হয়। এ ছাড়া ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের কাজ শুরু হয় ২০১১ সালের নভেম্বর মাসে।
এর আগে, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট নবনির্মিত ছয়টি হলের নামকরণ করে।
ছাত্রীদের তিনটি হলের মধ্যে ১৭ নং হলের নাম রোকেয়া হল, ১৮ নং হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে। অন্যদিকে ছাত্রদের তিনটি হলের মধ্যে ২০ নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নং হলের নাম শেখ রাসেল এবং ২২ নং হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৩ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদে ১ হাজার ৪৪৫ কোটি টাকা অনুমোদন করা হয়। এই প্রকল্পের আওতায় তিন ধাপে বিশ্ববিদ্যালয়টিতে ২৩টি স্থাপনা নির্মাণ করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে