নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’। আজ সোমবার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে করোনা মহামারি প্রতিরোধের অংশ হিসেবে টিকা নিবন্ধনের এই কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
‘সুরক্ষার পথে বাংলাদেশ’ শীর্ষক এই কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের সার্বিক সহায়তায় সহজ-এর এজেন্টরা কাজ করছেন। বাসচালক ও চালকের সহাকরীরা (হেলপার) নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে এলেই এই সেবা নিতে পারবেন।
সারা দেশে করোনা মহামারি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সরকার পরিবহন শ্রমিকদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে। বলা হয়েছে, টিকা না নিলে পরিবহন শ্রমিকেরা কাজ চালিয়ে যেতে পারবেন না। কিন্তু ৫০ শতাংশের বেশি পরিবহন শ্রমিক এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনই করেননি বলে জানা গেছে। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, অনলাইনে কীভাবে নিবন্ধন করতে হয়, সেই সম্পর্কে তাঁদের পর্যাপ্ত জ্ঞান নেই।
এ অবস্থায় পরিবহন শ্রমিকদের কল্যাণে কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সহজ। তারা বলছে, এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাসচালক ও হেলপার খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
সহজ-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস গ্রেস কান্তা সরকার বলেন, ‘আমরা শুরু থেকেই চেয়েছি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করতে। আমাদের টেক প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় যাত্রীদের কোভিড-১৯ বিমাসহ অন্যান্য আরও বিমা সুবিধা দিই আমরা। বাংলাদেশের সবচেয়ে বড় টিকিট ডেস্টিনেশন হিসেবে সহজ-এর ওপর দায়িত্ব বর্তায় পরিবহন ব্যবস্থার কল্যাণে সরকারের সঙ্গে করোনা মহামারি প্রতিরোধে কাজ করা। সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’

পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকা নিবন্ধনের উদ্যোগ নিয়েছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘সহজ’। আজ সোমবার মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে করোনা মহামারি প্রতিরোধের অংশ হিসেবে টিকা নিবন্ধনের এই কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি।
‘সুরক্ষার পথে বাংলাদেশ’ শীর্ষক এই কর্মসূচিতে পরিবহন শ্রমিকদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের সার্বিক সহায়তায় সহজ-এর এজেন্টরা কাজ করছেন। বাসচালক ও চালকের সহাকরীরা (হেলপার) নিজ নিজ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নিয়ে এলেই এই সেবা নিতে পারবেন।
সারা দেশে করোনা মহামারি প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে সরকার পরিবহন শ্রমিকদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করেছে। বলা হয়েছে, টিকা না নিলে পরিবহন শ্রমিকেরা কাজ চালিয়ে যেতে পারবেন না। কিন্তু ৫০ শতাংশের বেশি পরিবহন শ্রমিক এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধনই করেননি বলে জানা গেছে। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, অনলাইনে কীভাবে নিবন্ধন করতে হয়, সেই সম্পর্কে তাঁদের পর্যাপ্ত জ্ঞান নেই।
এ অবস্থায় পরিবহন শ্রমিকদের কল্যাণে কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধনের অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সহজ। তারা বলছে, এই উদ্যোগের মাধ্যমে অসংখ্য বাসচালক ও হেলপার খুব সহজে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
সহজ-এর হেড অব মার্কেটিং অ্যান্ড অ্যানালিটিকস গ্রেস কান্তা সরকার বলেন, ‘আমরা শুরু থেকেই চেয়েছি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কাজ করতে। আমাদের টেক প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্স্যুরেন্স কোম্পানির সহায়তায় যাত্রীদের কোভিড-১৯ বিমাসহ অন্যান্য আরও বিমা সুবিধা দিই আমরা। বাংলাদেশের সবচেয়ে বড় টিকিট ডেস্টিনেশন হিসেবে সহজ-এর ওপর দায়িত্ব বর্তায় পরিবহন ব্যবস্থার কল্যাণে সরকারের সঙ্গে করোনা মহামারি প্রতিরোধে কাজ করা। সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৪২ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে