নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৫ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৩১ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে