নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

রাজধানীর বনানীর কাকলিতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে তাঁরা সড়ক ছেড়েছেন।
আজ সোমবার (১০ মার্চ) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এতে বনানীসহ আশাপাশের এলাকায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
এর আগে সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় নিহত হন মিনারা আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক সুমাইয়া আক্তার। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পোশাক কারখানায় ছড়িয়ে পরলে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রমিকরা সেখানে জড়ো হন। তারপর তাঁরা সড়ক বন্ধ করে দেন। পরবর্তীতে শ্রমিকের লাশ নিয়েও তাঁরা মিছিল করেন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন। ফলে গুলশান, মহাখালী ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঢাকা প্রায় অচল হয়ে পরে।
পরে পুলিশ ওই গাড়ির চালক ও গাড়ি শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিলে পোশাক শ্রমিক নেতাদের মধ্যস্থতায় বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার জানান, শ্রমিক সংগঠন, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের আলোচনার পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। অভিযুক্ত গাড়ি চালক ও গাড়ি শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১৭ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
২০ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে