নারায়ণগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রশীদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবেক এই মন্ত্রীকে আদালতে আনা–নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিএনপি কর্মী সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবীরা।
গতকাল শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে ২০ আগস্ট নিহত স্কুলছাত্রের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে বিসিবি পরিচালক গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে স্কুলছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রশীদ রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সাবেক এই মন্ত্রীকে আদালতে আনা–নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারে বিএনপি কর্মী সমর্থক ও বিএনপিপন্থী আইনজীবীরা।
গতকাল শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। সেখান থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
এর আগে ২০ আগস্ট নিহত স্কুলছাত্রের খালা রিনা খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে বিসিবি পরিচালক গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকায় হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাটে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামসহ আরও চারজন তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) হাসান মামুন। ফলে আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্বাচনী লড়াই আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
১৬ মিনিট আগে
পাঙাশ মাছ খাওয়াই যেন কাল হয়ে দাঁড়াল দেড় বছরের শিশু সিয়ামের। মাছের কাঁটা গলায় আটকে সোমবার রাতে মারা গেছে শিশু সিয়াম। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে। নিহত সিয়াম ওই গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা আমিনুর ব্যাপারীর ছেলে।
২৩ মিনিট আগে
ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তাঁর স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান ও শামীমা নাসরিনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭-এর বিচারক মিনাজ উদ্দীন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৫ মিনিট আগে