আজকের পত্রিকা ডেস্ক

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’

ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’

ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশের উত্তরাঞ্চলের চা–বাগানের প্রুনিং (ছাঁটাই) কার্যক্রমের জন্য সবুজ চা-পাতা ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে বন্ধ রাখার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।
৯ মিনিট আগে
রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর আংশিক ১ থেকে ৯ নম্বর) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আটটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তথ্য অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৩৮ মিনিট আগে
এতে বলা হয়, কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ী) থেকে ৭০ টাকা, সাইনবোর্ড থেকে ১০০, চাষাঢ়া (নারায়ণগঞ্জ) থেকে ১২০, নরসিংদী থেকে ১০০ এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে) ৭৫ টাকা।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। হামলাকারীরা পুলিশের কাছ থেকে জাহাঙ্গীর আলম নামে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন।
২ ঘণ্টা আগে