
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাত সাড়ে ১১টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঢাকা পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেলে এবং সন্ধ্যায় আনন্দ মিছিল করে ছাত্রলীগের সাবেক এবং কয়েকজন নেতাকে বুটেক্সের হলে প্রবেশ করায় শিক্ষার্থীদের কয়েকজন। তারাও ছাত্রলীগ করে বলে জানতে পেরেছি। ছাত্রলীগের নেতারা এত দিন নির্যাতন করেছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। তাদের কেন হলে প্রবেশ করানো হচ্ছে? এটা ঢাকা পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা জানতে চেয়েছিল। তখন বুটেক্সের শিক্ষার্থীরা খারাপ আচরণ করে এবং তাদের হুমকি দেয়। এতেই ঘটনার সূত্রপাত।’

ঢাকা পলিটেকনিকের রাসেল নামের এক শিক্ষার্থী বলেন, বিকেলে তাঁদের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করেন বুটেক্সের শিক্ষার্থীরা।
সংঘর্ষের পর বুটেক্স এবং ঢাকা পলিটেকনিকের শিক্ষকেরা ঘটনাস্থলে আসেন। শিক্ষার্থীরা জানান, গতকাল বিকেলে বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের কয়েকজনের বাগ্বিতণ্ডা হয়। এর সূত্র ধরে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা রাতে বুটেক্সের শহীদ আজীজ হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর একযোগে হামলা চালান। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাঁদের শমরিতা হাসপাতালে নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৮ মিনিট আগে