
ভোট বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়ে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নির্বাচনী প্রচার শুরু করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত কালীবাড়ি থেকে তিনি প্রচারে নামেন।
প্রচারে নেমেই মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘তাঁরা (বিএনপি) যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব।’
বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে জানিয়ে আরাফাত বলেন, ‘এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে সকল দেশি-বিদেশি চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, প্রগতিশীল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
আরাফাত আরও বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা বাসে ও ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে। সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বাধীনতাবিরোধী এই চক্র। সকল অপশক্তিকে আমরা মোকাবিলা করে স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের (নৌকা) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একেবারে সহজ প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের উদীয়মান নেতা মোহাম্মদ এ আরাফাত।
দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে দৃশ্যমান কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না বলে মনে করছেন এ আসনের সাধারণ ভোটারেরা।

ভোট বিপ্লব ঘটানোর ঘোষণা দিয়ে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত নির্বাচনী প্রচার শুরু করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত কালীবাড়ি থেকে তিনি প্রচারে নামেন।
প্রচারে নেমেই মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘তাঁরা (বিএনপি) যত ভোটের বিপক্ষে থাকবে, আমরা ততটাই ভোট বিপ্লব ঘটাব।’
বাংলাদেশ আজ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে জানিয়ে আরাফাত বলেন, ‘এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট বিপ্লবের মাধ্যমে সকল দেশি-বিদেশি চক্রান্তকারী যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, প্রগতিশীল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’
আরাফাত আরও বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তারা বাসে ও ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে। সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে স্বাধীনতাবিরোধী এই চক্র। সকল অপশক্তিকে আমরা মোকাবিলা করে স্বাধীনতার মার্কা নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের (নৌকা) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মো. আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির প্রার্থী কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক পেয়েছেন।
ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় একেবারে সহজ প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের উদীয়মান নেতা মোহাম্মদ এ আরাফাত।
দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হতে দৃশ্যমান কোনো প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না বলে মনে করছেন এ আসনের সাধারণ ভোটারেরা।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৫ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে