১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত তিন আসামিরা হলেন পিকআপ ভ্যানচালক মামুন হাওলাদার, মানিক ও আলাউদ্দিন।
কারাদণ্ডের পাশাপাশি তাঁদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায় বলা হয়েছে।
রায় ঘোষণার আগে কারাগারে থাকা মামুন হাওলাদার ও মানিককে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁদের সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।
অপর আসামি আলাউদ্দিন পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৮ সালের ৫ ডিসেম্বর রাতে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে মাদক বহনের খবর পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় রাজধানীর নাবিস্কো মোড়স্থ টিভিএস অটোর সামনে চেকপোস্ট স্থাপন করে র্যাব। চেকপোস্টে তল্লাশিকালে পিকআপ ভ্যানটি সেখানে গেলে থামার সংকেত দেয় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ ভ্যানে তল্লাশি করে ১ লাখ ৪ হাজার ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করে র্যাব।
এ ঘটনায় র্যাব-২-এর জেসিও আবুল হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।
২০১৯ সালের ৬ মার্চ একই থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০২১ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৯ মিনিট আগে