মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি আর জোট করবে না। জোট হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’
আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার আর সিঁড়ি হবে না। আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেশের মানুষ দেখেছে। তাঁরা এখন পল্লিবন্ধু এরশাদের শাসনামল ফিরে পেতে চায়।’
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের পল্লিবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ও জনবন্ধু গোলাম কাদেরের সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, সদস্যসচিব মোজ্জামেল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার সাহেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।
সভায় মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের সম্মেলন করা হবে বলে জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির বলেছেন, ‘কোনো দলের লেজুড়বৃত্তি করার জন্য জাতীয় পার্টি আর জোট করবে না। জোট হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’
আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহিরুল ইসলাম জহির আরও বলেন, ‘জাতীয় পার্টি কোনো দলের ক্ষমতায় যাওয়ার আর সিঁড়ি হবে না। আওয়ামী লীগ ও বিএনপির শাসন আমল দেশের মানুষ দেখেছে। তাঁরা এখন পল্লিবন্ধু এরশাদের শাসনামল ফিরে পেতে চায়।’
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের পল্লিবন্ধু এরশাদের রাজনৈতিক দর্শন ও জনবন্ধু গোলাম কাদেরের সালাম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, সদস্যসচিব মোজ্জামেল হক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহসভাপতি ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি খন্দকার সাহেদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ প্রমুখ।
সভায় মির্জাপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়। আগামী সাত দিনের মধ্যে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি করার সিদ্ধান্ত হয়।
এ ছাড়া তিন মাসের মধ্যে প্রতিটি ইউনিয়নের সম্মেলন করা হবে বলে জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। সভায় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ডের জাতীয় পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
১৬ মিনিট আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামে চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় মুবিনুল ইসলাম নয়ন (২৮) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলে ফিরিয়ে নেয় বিএনপি। তবে ২৪ ঘণ্টা পর ফের বহিষ্কারাদেশ বহাল থাকার কথা জানায় দলটি।
২ ঘণ্টা আগে