মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিবাহ-বহির্ভূত সম্পর্কের বলি হয়েছে আড়াই বছরের শিশু ইমতিয়াজ। এ ঘটনায় ছেলেটির মা শারমিন আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার মালয়েশিয়াপ্রবাসী দবির ব্যাপারীর স্ত্রী শারমিন আক্তার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। শারমিন আক্তার তাঁর চাচাশ্বশুর আমির ব্যাপারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। এক মাস আগে দবির ব্যাপারীকে ডিভোর্স দিয়ে ছেলে ইমতিয়াজকে নিয়ে ঢাকায় চলে যান। ঢাকার কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে আমির ব্যাপারীর সঙ্গে বসবাস শুরু করেন।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শিশু ইমতিয়াজের মরদেহ দাফনের জন্য মাদারীপুর খোয়াজপুরের শিশুটির বাবা দবির ব্যাপারীর বাড়িতে নিয়ে আসেন। মরদেহ দেখে ওই বাড়িতে শুরু হয় হট্টগোল। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশটি গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।
নিহত শিশুর চাচা ফেরদৌস ব্যাপারী বলেন, শারমিন বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই ইমতিয়াজকে হত্যা করেছে। তাই এই ঘটনার তদন্ত করে হত্যাকারীর বিচারের দাবি করছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, শিশুটির মরদেহ ঢাকার কেরানীগঞ্জ থেকে মাদারীপুরে নিয়ে আসা হয়। স্বজনদের অভিযোগ মাথায় নিয়ে পুলিশ কাজ শুরু করছে। অভিযুক্ত শারমিন আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুরে বিবাহ-বহির্ভূত সম্পর্কের বলি হয়েছে আড়াই বছরের শিশু ইমতিয়াজ। এ ঘটনায় ছেলেটির মা শারমিন আক্তারকে (৩৫) আটক করেছে পুলিশ।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট এলাকার মালয়েশিয়াপ্রবাসী দবির ব্যাপারীর স্ত্রী শারমিন আক্তার বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। শারমিন আক্তার তাঁর চাচাশ্বশুর আমির ব্যাপারীর সঙ্গে পরকীয়ায় জড়ান। এক মাস আগে দবির ব্যাপারীকে ডিভোর্স দিয়ে ছেলে ইমতিয়াজকে নিয়ে ঢাকায় চলে যান। ঢাকার কেরানীগঞ্জে বাসা ভাড়া নিয়ে আমির ব্যাপারীর সঙ্গে বসবাস শুরু করেন।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শিশু ইমতিয়াজের মরদেহ দাফনের জন্য মাদারীপুর খোয়াজপুরের শিশুটির বাবা দবির ব্যাপারীর বাড়িতে নিয়ে আসেন। মরদেহ দেখে ওই বাড়িতে শুরু হয় হট্টগোল। পরে আজ মঙ্গলবার সকালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মা শারমিন আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে আড়াই বছরের শিশুকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার পর লাশটি গ্রামের বাড়ি নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে।
নিহত শিশুর চাচা ফেরদৌস ব্যাপারী বলেন, শারমিন বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণেই ইমতিয়াজকে হত্যা করেছে। তাই এই ঘটনার তদন্ত করে হত্যাকারীর বিচারের দাবি করছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন বলেন, শিশুটির মরদেহ ঢাকার কেরানীগঞ্জ থেকে মাদারীপুরে নিয়ে আসা হয়। স্বজনদের অভিযোগ মাথায় নিয়ে পুলিশ কাজ শুরু করছে। অভিযুক্ত শারমিন আক্তারকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে