নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১৯ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
৩৭ মিনিট আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে