নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌপথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে নৌপথে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নরসিংদী সদর থেকে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। তাতে নৌকাডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছে না এলাকাবাসী।
তাঁরা আরও বলেন, কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহনসহ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচলে ব্যাঘাত ঘটছে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছে অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
আলোকবালী ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানা অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, ব্যবসায়ী আকরামুল ইসলাম সমীর, মোরারফ হোসেন প্রমুখ।

নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌপথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে নৌপথে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নরসিংদী সদর থেকে নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। তাতে নৌকাডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছে না এলাকাবাসী।
তাঁরা আরও বলেন, কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহনসহ কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে চলাচলে ব্যাঘাত ঘটছে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছে অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।
আলোকবালী ইউনিয়নের আর্থ-সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানা অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বজলুর রহমান ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, ব্যবসায়ী আকরামুল ইসলাম সমীর, মোরারফ হোসেন প্রমুখ।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে