Ajker Patrika

এখনো ঢাকা ছাড়ছে মানুষ, ফেরাও শুরু হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৪: ১১
এখনো ঢাকা ছাড়ছে মানুষ, ফেরাও শুরু হয়েছে

ঈদের ছুটির শেষ হয়েছে গতকাল। টানা পাঁচ দিন ছুটির পরে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তাই ঢাকায় ফেরার মিছিল ধীরে ধীরে বাড়ছে। তবে এর মধ্যেও ঢাকা থেকে অনেকেই ছুটি কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। ঈদে যাঁরা ছুটি পাননি, তাঁরা ঈদের পরের সময়কে বেছে নিয়েছেন। আজ রোববার কমলাপুর রেল স্টেশনে গিয়ে এমন চিত্রই দেখা গেল। ঢাকায় ফেরার যাত্রীদের সঙ্গে আছে ঢাকা থেকে বের হওয়ার যাত্রীও।

ঠিক সময়ে অফিসে উপস্থিত হতে আজ সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে চাপ ছিল ঢাকায় ফেরা যাত্রীদের। ফিরতি ট্রেনে গ্রামের বাড়িতে ফেরা যাত্রীদেরও ভিড় রয়েছে। কমলাপুর রেলস্টেশনের তথ্য বলছে, যাত্রী পরিবহনে প্রতিদিন ৭২ জোড়া আন্তনগর, মেইল, কমিউটার ও ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ গন্তব্যে স্পেশাল ট্রেনও চলছে। ট্রেনের শিডিউলে কোনো বিপর্যয় না থাকায় যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন।

সরেজমিনে দেখা যায়, রংপুর এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল, তিতাস কমিউটার, একতা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস যাত্রী নেওয়ার জন্য পৃথক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মের ভেতরে সারিবদ্ধ হয়ে ঢুকছেন যাত্রীরা। এর আগে প্ল্যাটফর্মে ঢুকতে প্রত্যেকের টিকিট চেক করছেন রেলের কর্মীরা।

আজও অনেকে ঢাকা ছেড়ে যানঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকই পোশাককর্মী। টানা চার দিন বন্ধের পর পোশাক কারখানাগুলো খুলবে আগামীকাল থেকে।

সকাল সাড়ে ১০টায় জামালপুর কমিউটার কমলাপুর রেলস্টেশনে আসে। এই ট্রেনের যাত্রী তৌহিদ মিয়া বলেন, ‘ঈদের জন্য চার দিন গার্মেন্টস বন্ধ ছিল। কাল থেকে খুলবে। তাই আজ ঢাকায় ফিরে এসেছেন তিনি। থাকেন রামপুরায়।

ঢাকায় ফেরা মানুষের সংখ্যা বাড়ছেঢাকায় কর্মজীবীদের অনেকেই ঈদের ছুটি পাননি। তাই ঈদ শেষে ছুটি নিয়েছেন। কিশোরগঞ্জ এক্সপ্রেসে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, ‘ঈদের আগে ট্রেনে অনেক চাপ থাকে, টিকিট পাওয়া যায় না অনলাইনে। এদিকে ছুটিও মেলেনি আগে। তাই ঢাকায় ঈদ করেছি, এখন পরিবার নিয়ে গ্রামে যাচ্ছি।’

ঈদের ছুটি শেষে মানুষ ঢাকায় ফেরা শুরু করলেও এখনো অনেকেই ঢাকা ছাড়ছেনকমলাপুর রেলস্টেশনের মাস্টার আফসার উদ্দিন বলেন, প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছাড়ছে এবং ফিরে আসছে। আজ ঢাকামুখী ও ঘরমুখী মানুষের চাপ প্রায় সমান বলা চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত