নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।
নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।
নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২০ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
২৩ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
৩৬ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
৩৯ মিনিট আগে