নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।
নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

ঢাকার আশুলিয়ায় একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয় ডাকাতেরা। এরপর পালানোর সময় বাধা দিলে একটি কারখানার নিরাপত্তাকর্মীর ওপর হামলা করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়। আজ রোববার ভোরে আশুলিয়ার কুটুরিয়া উত্তরপাড়া এলাকায় এই ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিরাপত্তাকর্মীর নাম আব্দুল কাদের (৫৮)। তিনি কুটুরিয়ার ‘নীট ২০০৭’ লিমিটেড নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।
স্থানীয় বাসিন্দা মজিবর দেওয়ান জানান, রোববার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর ভাই আমির দেওয়ানসহ পাশের মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে হামলার চেষ্টা করে। মামুন দেওয়ান ও মালেক দেওয়ানের বাড়িতে ঢুকতে না পারলেও ডাকাতেরা চারতলা বাড়ির তৃতীয় তলার গ্রিল কেটে আমির দেওয়ানের ফ্ল্যাটে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মজিবর দেওয়ান আরও জানান, চিৎকার শুনে তিনিও কয়েক শ গজ দূরে থাকা তাঁর বাড়ি থেকে বের হয়ে ডাকাতদের কবল থেকে ভাইয়ের পরিবারকে রক্ষায় লাইসেন্স করা শটগান থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় ডাকাতেরা বিপদ বুঝে পাল্টা গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের এক ডাকাতকে ধরে ফেলেন। অন্য ডাকাতেরা তাঁর ওপর হামলা করে ওই ডাকাতকে মুক্ত করে পালিয়ে যায়।
নীট ২০০৭ লিমিটেডের মার্কেটিং কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘আজ রোববার ভোরে ডাকাতের হামলায় আমাদের কারখানার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের আহত হন। তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’
হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ‘কাদেরকে আজ ভোর ছয়টার দিকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। তাঁর চোখ ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত ছিল।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘আজ রোববার ভোরে কুটুরিয়ায় ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতের হামলায় পাশের একটি কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। তবে গুলি, নাকি ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে