
ওষুধ কিনতে হবে নিবন্ধিত ফার্মেসি থেকে। আর কেনার সময় ওষুধ কোম্পানির ইনভয়েস (ক্রয় রসিদ) ফার্মেসি থেকে দেখে কেনার পরামর্শ দিয়েছেন ঢাকা গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
আজ রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নকল ওষুধ থেকে বাঁচতে একই পরামর্শ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
নকল ওষুধ উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মিটফোর্ডের মেডিসিন ওয়ার্ল্ড ফার্মেসির ফয়সাল আহমেদ (৩২), লোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক (২৭) ও রাফসান ফার্মেসির লিটন গাজী (৩২)। তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল ওষুধ উদ্ধার করা হয়েছে।
মাহবুব আলম বলেন, রাজধানীর মিটফোর্ডের পাইকারি ওষুধ মার্কেটের দেশি-বিদেশি ব্র্যান্ডের নকল ওষুধ বিক্রির খবর জানতে পারে ডিবি। গতকাল শনিবার অভিযান চালিয়ে মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং হাজী রানি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় ১৬ ধরনের নকল ওষুধ উদ্ধার করা হয়।
পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বলেন, `আমাদের তালিকা অনুযায়ী ৫০টির মতো নকল কারখানা রয়েছে। এই চক্রের মূল কেন্দ্র মিটফোর্ড ওষুধ মার্কেট। মিটফোর্ড থেকেই নকল ওষুধ দেশের সব ফার্মেসিতে যাচ্ছে। এগুলো দিনের বেলায় বন্ধ থাকে। রাতে কারখানা খোলে। তারা মাঝেমধ্যে চাহিদা অনুযায়ী ওষুধ উৎপাদন করে। পরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নকল ওষুধ সারা দেশে পাঠিয়ে দেয়।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাঈম গোলদার বলেন, আমরা অভিযান পরিচালনা করছি। নিবন্ধিত সব ওষুধের তালিকা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। জনগণকে অবশ্যই ইনভয়েস নম্বর দেখে ফার্মেসি থেকে ওষুধ কেনা উচিত। ইনভয়েস নম্বর হলো ওষুধের সার্টিফিকেট। যে কোম্পানি থেকে ওষুধ কেনা হয়, সেই কোম্পানির ইনভয়েস ওষুধ ফার্মেসিকে সংরক্ষণ করতে হয়। তাহলে ফার্মেসিগুলো চাপের মুখে থাকবে। এতে নকল ওষুধের চাহিদা তারা দেবে না।
নকল ওষুধের ক্ষতিকর দিক উল্লেখ করে তিনি বলেন, নকল ওষুধ খেলে লিভার ও কিডনিতে সমস্যা হয়। সে কারণে বাংলাদেশে লিভার ও কিডনিজনিত রোগী বাড়ছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩০ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে