টঙ্গী ও গাজীপুর প্রতিনিধি

ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ঢাকা–ময়মনসিংহ রুটে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে লোকাল বাস সার্ভিসগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, সমাবেশের আগ থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল করছে না। এতে টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে কেউ হেঁটে, লেগুনায়, রিকশায় রওনা দিয়েছেন। সকালে টঙ্গী থেকে জনসাধারণকে হেঁটে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। টঙ্গীর আবদুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীদের বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গাজীপুরের শ্রীপুর এলাকার একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে চাকরি করেন মাইকেল চন্দ্র লাল। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মাইকেল চন্দ্র বলেন, ‘প্রতিদিন আবদুল্লাহপুর থেকে ময়মনসিংহগামী বিভিন্ন বাসে নিজের কর্মস্থলে যাই। আজ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার কারণে মালবাহী ট্রাকে চড়ে রওনা দিচ্ছি।’
মোজাম্মেল হোসেন সোহাগ নামে আরেক যাত্রী বলেন, ‘ঢাকায় যেতে সকাল থেকেই টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম। সড়কে থাকা বাসগুলোতে ভিড়, উঠতে পারিনি। পরে হেঁটে স্টেশন রোড পর্যন্ত পৌঁছে অনলাইন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার পাই। এরপর সেটিতে করে ঢাকায় রওনা দিচ্ছি।’
ময়মনসিংহ জেলা থেকে টঙ্গীতে এসেছিলেন এক দম্পতি। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে–মেয়ে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে বাস না থাকায় অ্যাম্বুলেন্সে করে তাঁরা টঙ্গীতে পৌঁছান। এ পর্যন্ত আসতে তাঁদের প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে টঙ্গী বিএনপির নেতা-কর্মীরা বলেন, ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাতে দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। তবে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ‘ঢাকা থেকে ময়মনসিংহ বা ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন না এবং মালিকপক্ষ শ্রমিকদের গাড়ি চালাতে দিচ্ছেন না। এ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
হঠাৎ কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণের সহকারী কমিশনার মো. ফয়জুল রহমান বলেন, ‘দূরপাল্লার যান চলাচল করছে না। তবে গাজীপুর থেকে ঢাকাগামী বাস চলতে দেখা যায়। সড়কে অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন বলেন, ‘শনিবার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্থানে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ময়মনসিংহে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে ময়মনসিংহ এলাকার পরিবহন মালিক ও শ্রমিকগণ যান চলাচল বন্ধ রেখেছেন বলে শুনেছি।’

ময়মনসিংহ শহরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ ঘিরে ঢাকা–ময়মনসিংহ রুটে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকালে হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে লোকাল বাস সার্ভিসগুলোতে রয়েছে যাত্রীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, সমাবেশের আগ থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল করছে না। এতে টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুর থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত বিভিন্ন কারখানায় কাজে যোগ দিতে কেউ হেঁটে, লেগুনায়, রিকশায় রওনা দিয়েছেন। সকালে টঙ্গী থেকে জনসাধারণকে হেঁটে কর্মস্থলে যোগ দিতে দেখা যায়। টঙ্গীর আবদুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন বাসস্ট্যান্ডে সাধারণ যাত্রীদের বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে।
গাজীপুরের শ্রীপুর এলাকার একটি পোশাক কারখানায় মানবসম্পদ বিভাগে চাকরি করেন মাইকেল চন্দ্র লাল। তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। মাইকেল চন্দ্র বলেন, ‘প্রতিদিন আবদুল্লাহপুর থেকে ময়মনসিংহগামী বিভিন্ন বাসে নিজের কর্মস্থলে যাই। আজ দূরপাল্লার যানবাহন বন্ধ থাকার কারণে মালবাহী ট্রাকে চড়ে রওনা দিচ্ছি।’
মোজাম্মেল হোসেন সোহাগ নামে আরেক যাত্রী বলেন, ‘ঢাকায় যেতে সকাল থেকেই টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষায় ছিলাম। সড়কে থাকা বাসগুলোতে ভিড়, উঠতে পারিনি। পরে হেঁটে স্টেশন রোড পর্যন্ত পৌঁছে অনলাইন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার পাই। এরপর সেটিতে করে ঢাকায় রওনা দিচ্ছি।’
ময়মনসিংহ জেলা থেকে টঙ্গীতে এসেছিলেন এক দম্পতি। সঙ্গে রয়েছে তাঁদের ছেলে–মেয়ে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে বাস না থাকায় অ্যাম্বুলেন্সে করে তাঁরা টঙ্গীতে পৌঁছান। এ পর্যন্ত আসতে তাঁদের প্রায় দুই হাজার টাকা খরচ হয়েছে।
এ বিষয়ে টঙ্গী বিএনপির নেতা-কর্মীরা বলেন, ময়মনসিংহ নগরের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা জানাতে দুপুরে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিপুলসংখ্যক নেতা-কর্মী জড়ো হন। তবে যানবাহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গাজীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, ‘ঢাকা থেকে ময়মনসিংহ বা ময়মনসিংহ থেকে ঢাকাগামী সকল ধরনের যানবাহন চলাচল ভোর থেকে বন্ধ রয়েছে। শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন না এবং মালিকপক্ষ শ্রমিকদের গাড়ি চালাতে দিচ্ছেন না। এ কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
হঠাৎ কী কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যস্ততার কারণে আমি এখনো খোঁজ নিতে পারিনি।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ দক্ষিণের সহকারী কমিশনার মো. ফয়জুল রহমান বলেন, ‘দূরপাল্লার যান চলাচল করছে না। তবে গাজীপুর থেকে ঢাকাগামী বাস চলতে দেখা যায়। সড়কে অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে।’
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ট্রাফিক মো. আলমগীর হোসেন বলেন, ‘শনিবার ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকল প্রকার যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্থানে মানুষ গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ময়মনসিংহে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে ময়মনসিংহ এলাকার পরিবহন মালিক ও শ্রমিকগণ যান চলাচল বন্ধ রেখেছেন বলে শুনেছি।’

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
৩৭ মিনিট আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
১ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
৩ ঘণ্টা আগে