প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সরকারের এমন ঘোষণায় সারা দেশ থেকে ঢাকার পথে যাত্রা শুরু করছেন এসব কারখানার শ্রমিক-কর্মচারীরা। কিন্তু কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, অটোরিকশায় ঢাকার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার এমন বহু দৃশ্য। খোলা ট্রাক বা পিকআপে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে দাঁড়িয়ে নারী-পুরুষ ঢাকায় ছুটছেন। হঠাৎ কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শ্রমিকেরা এমন বিপাকে পড়েছেন।
সিরাজগঞ্জ থেকে ট্রাকে আসা নারী শ্রমিক আয়েশা বেগম জানান, রাতে জানতে পেরেছেন রোববার থেকে তাঁদের কারখানা চালু হবে। এ জন্য উপায় না পেয়ে তিনি ট্রাকে রওনা হয়েছেন। বাইপাইলে তাঁদের কারখানার আরও কয়েকজন সহকর্মীও তাঁর সঙ্গে ট্রাকে রয়েছেন বলে জানান তিনি।
সালাম কাদের ও আমিনুর নামের দুই যাত্রী বলেন, অন্য কোনো উপায় না পেয়ে তাঁরা বেশি ভাড়ায় পিকআপের যাত্রী হয়েছেন। যেকোনো উপায়ে শনিবারের মধ্যে কারখানায় পৌঁছাতে হবে বলে জীবনের ঝুঁকি থাকলে এভাবে যেতে হচ্ছে বলে মন্তব্য তাঁদের।
এ প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হকের সঙ্গে কথা হলে তিনি ট্রাক-পিকআপে যাত্রী যাওয়ার কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী যানবাহন বন্ধ আছে এবং হঠাৎ করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। সে জন্য তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার দিকে ছুটছেন। তবে এ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

১ আগস্ট থেকে রপ্তানিমুখী কারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যায় সরকারের এমন ঘোষণায় সারা দেশ থেকে ঢাকার পথে যাত্রা শুরু করছেন এসব কারখানার শ্রমিক-কর্মচারীরা। কিন্তু কঠোর লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পিকআপ, অটোরিকশায় ঢাকার উদ্দেশে পাড়ি জমাচ্ছেন।
শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সরেজমিনে দেখা গেছে, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলার এমন বহু দৃশ্য। খোলা ট্রাক বা পিকআপে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে, গাদাগাদি করে দাঁড়িয়ে নারী-পুরুষ ঢাকায় ছুটছেন। হঠাৎ কারখানা খুলে দেওয়ার ঘোষণায় শ্রমিকেরা এমন বিপাকে পড়েছেন।
সিরাজগঞ্জ থেকে ট্রাকে আসা নারী শ্রমিক আয়েশা বেগম জানান, রাতে জানতে পেরেছেন রোববার থেকে তাঁদের কারখানা চালু হবে। এ জন্য উপায় না পেয়ে তিনি ট্রাকে রওনা হয়েছেন। বাইপাইলে তাঁদের কারখানার আরও কয়েকজন সহকর্মীও তাঁর সঙ্গে ট্রাকে রয়েছেন বলে জানান তিনি।
সালাম কাদের ও আমিনুর নামের দুই যাত্রী বলেন, অন্য কোনো উপায় না পেয়ে তাঁরা বেশি ভাড়ায় পিকআপের যাত্রী হয়েছেন। যেকোনো উপায়ে শনিবারের মধ্যে কারখানায় পৌঁছাতে হবে বলে জীবনের ঝুঁকি থাকলে এভাবে যেতে হচ্ছে বলে মন্তব্য তাঁদের।
এ প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হকের সঙ্গে কথা হলে তিনি ট্রাক-পিকআপে যাত্রী যাওয়ার কথা স্বীকার করে বলেন, যাত্রীবাহী যানবাহন বন্ধ আছে এবং হঠাৎ করে কারখানা খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। সে জন্য তাঁরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার দিকে ছুটছেন। তবে এ বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও তিনি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩৬ মিনিট আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১০ ঘণ্টা আগে