মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ধলেশ্বরী নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নদীতে নিখোঁজ হন।
মারা যাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তাঁর মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী, তাঁর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের উদ্ধার অভিযান আজ সকাল পর্যন্ত স্থগিত করা হয়। ঢাকা থেকে আরেকটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা ছিল। এর আগেই আজ সকাল ৯টার দিকে খবর আসে যে নিখোঁজ বাবা-মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। পরে তাদের উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জের আরিচা নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি উদ্ধারকারী দল বাবা-মেয়ের লাশ খুঁজে পেতে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাহিরচর খেয়াঘাট এলাকায় মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

মানিকগঞ্জে নদীতে ডুবে যাওয়া বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকালে ধলেশ্বরী নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। গতকাল বুধবার ভোরে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নদীতে নিখোঁজ হন।
মারা যাওয়া দুজন হলেন সিঙ্গাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর গ্রামের মহিদুর রহমান (৫০) এবং তাঁর মেয়ে রাফা আক্তার (১১)। মহিদুর পেশায় ব্যবসায়ী, তাঁর মেয়ে রাফা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।
সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদের উদ্ধার অভিযান আজ সকাল পর্যন্ত স্থগিত করা হয়। ঢাকা থেকে আরেকটি ডুবুরি দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার কথা ছিল। এর আগেই আজ সকাল ৯টার দিকে খবর আসে যে নিখোঁজ বাবা-মেয়ের লাশ নদীতে ভেসে উঠেছে। পরে তাদের উদ্ধার করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল বুধবার সকাল ১০টা থেকে মানিকগঞ্জের আরিচা নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিঙ্গাইর উপজেলা ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি উদ্ধারকারী দল বাবা-মেয়ের লাশ খুঁজে পেতে ব্যর্থ হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাহিরচর খেয়াঘাট এলাকায় মেয়ে রাফাকে প্লাস্টিকের বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে নিয়ে যান মহিদুর রহমান। একপর্যায়ে বোতলের মুখ খুলে ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুরও নিখোঁজ হন।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
১ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
২ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
২ ঘণ্টা আগে