
শরীয়তপুর পৌর এলাকায় একটি ব্যক্তিগত গ্যারেজে রাখা দুটি বিলাসবহুল গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গাড়ি দুটির একটি পাজেরো ও অপরটি ল্যান্ডক্রুজার। এতে কমপক্ষে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গাড়ির মালিক কবির চৌকিদার।
গতকাল শনিবার (১৩ এপ্রিল) দুপুরে শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গাড়ির মালিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার ও তাঁর ভাই কবির চৌকিদার ৭৫ লাখ টাকা ব্যয়ে দুটি পাজেরো ও ল্যান্ডক্রুজার গাড়ি কিনেছিলেন। ব্যবহার শেষে গাড়ি দুটি সব সময় বাড়ির ভেতর গ্যারেজে রাখতেন। গত শনিবার বেলা আড়াইটার দিকে বাড়ির ৭-৮ বছরের দুটি শিশু গ্যারেজটির মধ্যে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে খেলছিল। এ সময় হঠাৎ একটি গাড়িতে আগুন লেগে যায়। দুই শিশু তখন দৌড়ে গিয়ে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। ততক্ষণে দুটি গাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।
পাজেরো গাড়ির মালিক ফারুক আহমেদ চৌকিদার ওমরাহ করার জন্য এখন সৌদি আরবে রয়েছেন।
ল্যান্ডক্রুজার গাড়ির মালিক কবির চৌকিদার বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আমার দুই ভাতিজা গ্যারেজে ম্যাচের আগুন নিয়ে খেলা করছিল। গ্যারেজে কিছু পাটখড়িও ছিল। শিশুরা আগুন নিয়ে খেলতে গিয়ে আগুন ধরে যায়। তারা দৌড়ে এসে বাড়ির লোকদের জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে আমাদের ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমরা থানায় কোনো অভিযোগ করিনি।
এ বিষয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শ্যামল বিশ্বাস বলেন, গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গাড়ির মালিক আমাদের কাছে কোনো অভিযোগ করেননি। এ জন্য আমরা তদন্ত করিনি। তদন্ত করলে আগুন লাগার কারণ জানা যাবে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘ব্যক্তিগত গ্যারেজে আগুন লেগে দুটি গাড়ি পুড়ে যাওয়ার খবর পেয়েছি। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।’
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার মোট পাঁচবার এ সংগঠনের সভাপতি এবং একবার সাধারণ সম্পাদক হয়েছেন। এ ছাড়া তাঁর নির্দিষ্ট কোনো ব্যবসা নেই। আর তাঁর ভাই কবির চৌকিদার জমি কেনাবেচার ব্যবসা করেন। তাঁরা দুজনে ক্ষমতাসীন রাজনীতির সঙ্গে জড়িত।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
২০ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২২ মিনিট আগে