জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড় শ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত প্রকল্প এখনো পাস করেনি সরকার। আদৌও করবে কিনা তা জানা নেই সংস্থাটির। তবে একেবারেই আশা ছাড়ছে না কমিশন। আগামী রোববার কমিশনের সভা রয়েছে। আলোচনার সূচিতে ইভিএম নেই। তবুও বিষয়টি নিয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা করবে কমিশন। তবে ইভিএম নিয়ে ওই দিন নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত নেবে না ইসি।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের এসব কথা জানান।
মো. আলমগীর বলেন, ‘প্রজেক্ট এখনো অনুমোদন পায়নি। তবে লেটেস্ট কী অবস্থায় আছে তা এখনো পরিকল্পনা কমিশন থেকে জানায়নি। তবে আমরা কমিশন সভায় এটা নিয়ে আলোচনা করতে পারি। যদিও এজেন্ডাভূক্ত নয়, তবু আলোচনা হতে পারে। আলোচনা হলে একটা সিদ্ধান্ত হতে পারে।’
এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচন কমিশন যে বাজেট প্রস্তাব করেছিল সেটি হতেও পারে নাও হতে পারে। এমনকি কমও হওয়ার সম্ভাবনা আছে।
দুই লাখ ইভিএম কেনা প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘দুই লাখ না হয়ে আরও কম হতে পারে। হয়তো এক লাখ হতে পারে। কমও তো হতে পারে।’
এর আগে সাবেক এই ইসি সচিব বলেছিলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে যদি বাজেট না পাওয়া যায় তাহলে দেড় শ আসনে ইভিএম ব্যবহার থেকে সরে আসবে ইসি। এরই মধ্যে গত ১৭ জানুয়ারি একনেকে সভা হয়। ওই দিন আলোচ্য সূচিতে ছিল না ইভিএম। এমনকি কোনো মৌখিক আলোচনাও হয়নি সে সভায়। এতেই ইসির প্রস্তাবিত ইভিএম প্রকল্প পাসের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়।’
অবশ্য নির্বাচন কমিশন এখনো আশা ছাড়ছে না। এ বিষয়ে ইসি আলমগীর বলেন, ‘১৫ তারিখ বলা মানেই তো ১৫ তারিখ নয়। দুই-এক দিন এদিক-সেদিকও হতে পারে। পরিকল্পনা কমিশন যদি এ মাসেও দেয় এতটুকু পারব, তাহলে আমরা আপনাদের চূড়ান্তভাবে বলতে পারব।’
আসন্ন ছয় সংসদীয় উপনির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার অর্থাভাবে বন্ধ হলে দ্বাদশ সংসদ নির্বাচনে কী করবেন-এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘অর্থটা তো বাৎসরিক ভিত্তিতে দেওয়া হয়। বর্তমান অর্থ বছরে যে টাকা দেওয়া আছে, যেসব নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করেছি সেগুলোর ব্যয় কিন্তু বাজেটের টাকার মধ্যেই। সরকারের কাছে আমরা এক্সট্রা বাজেট চাইনি। এই আর্থিক মন্দার মধ্যে আমাদের চাওয়াও যুক্তিযুক্ত না।’

স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৫ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
৪৪ মিনিট আগে
ড. ফয়জুল হক বলেন, ‘এই দেশের বিড়ি বিক্রেতা, দাড়ি না রাখা মানুষ কিংবা সাধারণ মানুষ—তারা কি আমাদের ভোট দেবে না? ইসলাম সবার জন্য। আমার বক্তব্যকে মিসলিড করে উপস্থাপন করা হয়েছে। বাস্তবে এই বক্তব্য আমাদের জন্য দুই কোটি টাকার সমপরিমাণ মার্কেটিং হয়ে গেছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গিফট।’
১ ঘণ্টা আগে