শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে কালবৈশাখীতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সানজিদা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া বাগানবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা ওই গ্রামের ভ্যানচালক মো. মনির খান ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শরীয়তপুরের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে একাধিক স্থানে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির পাশের পরিত্যক্ত একটি ভিটার ওপর পড়ে ছিল বিদ্যুতের তার। সকালে সেখান দিয়ে একা খালার বাড়ি যাচ্ছিল শিশুটি।
পথে ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারের ওপর পা পড়লে বিদ্যুতায়িত হয় শিশু সানজিদা। এ সময় কিছুটা দূরে খেলছিল কয়েকটি শিশু। তারা দেখে চিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদার চাচা মো. রাকিব বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন যদি ছিঁড়ে যাওয়া তার ঠিক করে রাখত অথবা বিদ্যুতের সংযোগ বন্ধ রাখত, তাহলে আমার ভাতিজির করুণ মৃত্যু হতো না। এর বিচার কার কাছে দেব?’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। তখন লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
এদিকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন বলেন, ‘ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে এক শিশু মারা যাওয়ার সংবাদ একটু আগে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। যদি বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

শরীয়তপুরে কালবৈশাখীতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে সানজিদা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটুরিয়া বাগানবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সানজিদা ওই গ্রামের ভ্যানচালক মো. মনির খান ও খাদিজা বেগম দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শরীয়তপুরের বিভিন্ন উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে একাধিক স্থানে বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির পাশের পরিত্যক্ত একটি ভিটার ওপর পড়ে ছিল বিদ্যুতের তার। সকালে সেখান দিয়ে একা খালার বাড়ি যাচ্ছিল শিশুটি।
পথে ঝড়ে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারের ওপর পা পড়লে বিদ্যুতায়িত হয় শিশু সানজিদা। এ সময় কিছুটা দূরে খেলছিল কয়েকটি শিশু। তারা দেখে চিৎকার করলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদার চাচা মো. রাকিব বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকজন যদি ছিঁড়ে যাওয়া তার ঠিক করে রাখত অথবা বিদ্যুতের সংযোগ বন্ধ রাখত, তাহলে আমার ভাতিজির করুণ মৃত্যু হতো না। এর বিচার কার কাছে দেব?’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে শিশুর পরিবারের কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেন। তখন লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
এদিকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আলতাপ হোসেন বলেন, ‘ছিঁড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হয়ে এক শিশু মারা যাওয়ার সংবাদ একটু আগে জানতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। যদি বিদ্যুৎ অফিসের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
২ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘প্রশ্নপত্রের’ ফটোকপিসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৪১ মিনিট আগে
ঢাকায় অবস্থানরত যশোর জেলার সাংবাদিকদের সংগঠন যশোর সাংবাদিক ফোরাম, ঢাকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
৪৪ মিনিট আগে
আমি প্রতিজ্ঞা করেছি, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন এবং বিএনপি যেদিন ক্ষমতায় আসবে, সেদিনই আমি ভাত খাব। তার আগে না। এতে আমার জীবন চলে গেলেও কোনো আফসোস নেই।
১ ঘণ্টা আগে