নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পুরস্কার পেলেন চার গুণী ব্যক্তিত্ব। ২০২১ সালে নজরুল গবেষণায় ড. কাজী মোজাম্মেল হোসেন, নজরুল সংগীতে শিল্পী ইয়াসমিন মুশতারী এবং ২০২২ সালে নজরুল গবেষণায় মো. ইদরিস আলী এবং নজরুল সংগীতে শিল্পী সালাউদ্দিন আহমেদকে নজরুল পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বিকেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, স্মারক ও দুই লাখ টাকা।
শিল্পী সালাউদ্দিন আহমেদ একই বছরে নজরুলের প্রধান দুটি পুরস্কার লাভ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদকও পাচ্ছেন তিনি।
আয়োজনে ‘আবশ্যিক নজরুল’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে কবির নির্বাচিত রচনা সংকলন করা হয়েছে। নেতৃত্ব দিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম।
নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, এটি শিগগির ইংরেজি অনুবাদ করেছেন করেও প্রকাশ করা হবে। বইটি নিয়ে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘দুই মলাটের ভেতর আবশ্যিক নজরুলকে নিয়ে এসেছি। আবশ্যিক এই কারণে যেটুকু জানলে নজরুল সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবেন। নজরুলের মতো প্রতিভাকে খণ্ডিতভাবে মাপার কোনো অবকাশ নেই। তাকে জানতে হলে তার সব লেখাই পড়তে হবে। তবে যেটুকু জানলে তাকে মোটামুটিভাবে আমাদের চেতনার ভেতর স্থান দেওয়া যাবে। তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় হবে, সেইটুকু আমরা সংকলনে নিয়ে এসেছি। বাংলা ভাষাভাষী মানুষেরা যেখানে আছে তাঁদের কাছে বইটি সমাদৃত হবে।’
বিশেষ অতিথি সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, ‘আমাকে মনজুর স্যার বললেন, তুমি আস। তোমার স্বপ্ন নজরুলের সকল সাহিত্য ইংরেজি করা। আসলেই আমার স্বপ্ন ছিল। আমাকে বলা হলো, তুমি যদি অনুমতি দাও তাহলে এই বইটা করা হবে। স্যার আমার মতো একজন কর্মকর্তার কাছে অনুমতি চেয়েছেন এতে আমি সবচেয়ে বেশি গর্ব বোধ করছি। এর ইংরেজি অনুবাদ হলে সারা বিশ্বে ছড়িয়ে দেব।’
বিশেষ অতিথি কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘আমরা নজরুলকে বিদেশে প্রচার নিয়ে কথা শুনি। যেন কাজী নজরুল ইসলামকে বিদেশে অনেকেই জানেন না। এ কথা কিছুটা সত্য। এ ক্ষেত্রে আমার কথা হলো ভালো অনুবাদ না হলে কিন্তু তাকে ভালোভাবে পৌঁছানো সম্ভব না। আবশ্যিক নজরুল বের হলো, এরপর ইংরেজি বের হবে। আশা করি বিভিন্ন ভাষায় আমরা নজরুলের সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরতে পারব।’
বিশেষ অতিথি কবির নাতনি খিলখিল কাজী বলেন, ‘নজরুল ইনস্টিটিউট অনেক দিন যাবৎ এই কাজ করে শিল্পীদের সম্মানিত করছেন। এটা আমাদের সকলের দায়িত্ব। যারা দেশের মানুষের কাছে নজরুলকে পৌঁছাচ্ছেন তাদের সম্মানিত করাও আমাদের দায়িত্ব আমি চাই যখন শিল্পী কর্মঠ থাকেন তখন এই পুরস্কার যেন দেওয়া হয়, এটা আমার কাম্য। কারণ কাজী নজরুল ইসলামকে যখন পদ্মভূষণ দেওয়া হয় তখন তিনি সুস্থ ছিলেন না। দাদুকে শুধু বাংলায় বেঁধে রাখলে হবে না। বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ভাষায় যেন তার রচনা অনুবাদ করা হয়।’
অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পুরস্কার পেলেন চার গুণী ব্যক্তিত্ব। ২০২১ সালে নজরুল গবেষণায় ড. কাজী মোজাম্মেল হোসেন, নজরুল সংগীতে শিল্পী ইয়াসমিন মুশতারী এবং ২০২২ সালে নজরুল গবেষণায় মো. ইদরিস আলী এবং নজরুল সংগীতে শিল্পী সালাউদ্দিন আহমেদকে নজরুল পুরস্কার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে বিকেলে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, স্মারক ও দুই লাখ টাকা।
শিল্পী সালাউদ্দিন আহমেদ একই বছরে নজরুলের প্রধান দুটি পুরস্কার লাভ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদকও পাচ্ছেন তিনি।
আয়োজনে ‘আবশ্যিক নজরুল’ নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এই বইয়ে কবির নির্বাচিত রচনা সংকলন করা হয়েছে। নেতৃত্ব দিয়েছেন সৈয়দ মনজুরুল ইসলাম।
নজরুল ইনস্টিটিউট জানিয়েছে, এটি শিগগির ইংরেজি অনুবাদ করেছেন করেও প্রকাশ করা হবে। বইটি নিয়ে বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘দুই মলাটের ভেতর আবশ্যিক নজরুলকে নিয়ে এসেছি। আবশ্যিক এই কারণে যেটুকু জানলে নজরুল সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবেন। নজরুলের মতো প্রতিভাকে খণ্ডিতভাবে মাপার কোনো অবকাশ নেই। তাকে জানতে হলে তার সব লেখাই পড়তে হবে। তবে যেটুকু জানলে তাকে মোটামুটিভাবে আমাদের চেতনার ভেতর স্থান দেওয়া যাবে। তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও দৃঢ় হবে, সেইটুকু আমরা সংকলনে নিয়ে এসেছি। বাংলা ভাষাভাষী মানুষেরা যেখানে আছে তাঁদের কাছে বইটি সমাদৃত হবে।’
বিশেষ অতিথি সংস্কৃতি সচিব খলিল আহমদ বলেন, ‘আমাকে মনজুর স্যার বললেন, তুমি আস। তোমার স্বপ্ন নজরুলের সকল সাহিত্য ইংরেজি করা। আসলেই আমার স্বপ্ন ছিল। আমাকে বলা হলো, তুমি যদি অনুমতি দাও তাহলে এই বইটা করা হবে। স্যার আমার মতো একজন কর্মকর্তার কাছে অনুমতি চেয়েছেন এতে আমি সবচেয়ে বেশি গর্ব বোধ করছি। এর ইংরেজি অনুবাদ হলে সারা বিশ্বে ছড়িয়ে দেব।’
বিশেষ অতিথি কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিল্পী খায়রুল আনাম শাকিল বলেন, ‘আমরা নজরুলকে বিদেশে প্রচার নিয়ে কথা শুনি। যেন কাজী নজরুল ইসলামকে বিদেশে অনেকেই জানেন না। এ কথা কিছুটা সত্য। এ ক্ষেত্রে আমার কথা হলো ভালো অনুবাদ না হলে কিন্তু তাকে ভালোভাবে পৌঁছানো সম্ভব না। আবশ্যিক নজরুল বের হলো, এরপর ইংরেজি বের হবে। আশা করি বিভিন্ন ভাষায় আমরা নজরুলের সাহিত্য বিশ্বের কাছে তুলে ধরতে পারব।’
বিশেষ অতিথি কবির নাতনি খিলখিল কাজী বলেন, ‘নজরুল ইনস্টিটিউট অনেক দিন যাবৎ এই কাজ করে শিল্পীদের সম্মানিত করছেন। এটা আমাদের সকলের দায়িত্ব। যারা দেশের মানুষের কাছে নজরুলকে পৌঁছাচ্ছেন তাদের সম্মানিত করাও আমাদের দায়িত্ব আমি চাই যখন শিল্পী কর্মঠ থাকেন তখন এই পুরস্কার যেন দেওয়া হয়, এটা আমার কাম্য। কারণ কাজী নজরুল ইসলামকে যখন পদ্মভূষণ দেওয়া হয় তখন তিনি সুস্থ ছিলেন না। দাদুকে শুধু বাংলায় বেঁধে রাখলে হবে না। বিশ্বের সকল গুরুত্বপূর্ণ ভাষায় যেন তার রচনা অনুবাদ করা হয়।’
অনুষ্ঠানে স্বাগত ও সভাপতির বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৬ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে