রাজধানীর মগবাজারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গঠন করা সব তদন্ত কমিটি তিতাসের লাইনের ফুটো থেকে জমা গ্যাসকে দায়ী করেছে। ফায়ার সার্ভিসের জমা দেওয়া প্রতিবেদনে তিতাসের গ্যাস থেকে বিস্ফোরণের বিষয়টি উঠে এসেছে। পুলিশের তৈরি হওয়া প্রতিবেদনেও তিতাসকে দায়ী করা হয়েছে। তিতাসের কর্মকর্তাদের অবহেলার বিষয়টি উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হচ্ছে। তবে বিস্ফোরণের ঘটনায় তিতাসের করা কমিটি দায় চাপিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের ওপর।
গত ২৭ জুন সন্ধ্যায় মগবাজারের ওয়্যারলেস গেট এলাকায় রাখিনীড় নামের একটি তিনতলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে ১২ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয় অর্ধশতাধিক।
বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিস্ফোরক অধিদপ্তর, তিতাস ও পেট্রোবাংলার পাশাপাশি পুলিশ সদর দপ্তর থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমাদের তদন্তের কাজ প্রায় শেষ। আমরা দ্রুতই প্রতিবেদন জমা দেবো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এবং সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রধান দীনমনি শর্মা সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমরা শুরুতেই বলেছিলাম তিতাসের গ্যাস থেকে চেম্বার তৈরি হয়ে বিস্ফোরণ ঘটেছে। আমাদের তদন্তেও সেটিই বেরিয়ে এসেছে।
তদন্ত কমিটির সদস্যরা বলছেন, তাঁরা ভবনের পশ্চিম পাশের বেঙ্গল মিটের দোকান ও চিলার রুমে মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছেন। যা তিতাসের পাইপ থেকে লিকেজ হয়েছে বলে প্রমাণ পেয়েছেন তাঁরা। তিতাসের গ্যাস পাইপ থেকে একটি সংযোগ ছিল ভবনে। ভবনে একটি পরিত্যক্ত গ্যাস রাইজারও পাওয়া গেছে। সেই সংযোগ পাইপ থেকে লিকেজ হয়ে গ্যাস বেঙ্গল মিটের চিলার রুমে গিয়ে জমাটবদ্ধ হয়েছিল।
ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় তিতাসের গঠিত কমিটি তড়িঘড়ি করে নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলার কাছে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে নিজেদের দায় এড়িয়ে এলপিজি সিলিন্ডারের কারণে শর্মা হাউজের কিচেন থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে তারা উল্লেখ করেছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে