নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনলাইনে ও কম্পিউটারের মাধ্যমে গত চার দিন ধরে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীদের টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারগুলোই এখন একমাত্র ভরসার জায়গা। কিন্তু কাউন্টারে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে গত কয়েক দিনের মতোই কমলাপুর রেলস্টেশনের টিকিট প্রত্যাশীরা যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও মানুষজন অপেক্ষা করে ভোর থেকেই। ম্যানুয়ালি টিকিট দেওয়ার কারণে টিকিট দিতে যেমন সময় লাগছে ফলে যাত্রীদেরও বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তাতেই যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা আসাদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, কাউন্টারে টিকিট দেওয়ার রেলের কোন প্রস্তুতি ছিল না। যার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি করছে কোন শৃঙ্খলা নেই। রেলের কোন লোক এসব দেখভাল করছে না। টিকিট নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকার পরে কাউন্টারে গেলে বলে টিকিট শেষ হয়ে গেছে। তাহলে এত টিকিট যাচ্ছে কোথায়। আরও বেশি কাউন্টার বাড়িয়ে মানুষ যেন দ্রুত টিকিট পায় সে ব্যবস্থা করা উচিত ছিল রেলের।
এদিকে টিকিট কাটতে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন, লাইনের বাইরেও কাউন্টারের ভেতর থেকেই টিকিট নিয়ে যাচ্ছেন রেলের লোকজন। যাত্রীরা অভিযোগ করেছেন টিকিট কালোবাজারি হচ্ছে। যার কারণে সাধারণ মানুষ টিকিট পাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। যেহেতু অনলাইনে টিকিট বন্ধ ফলে যারা কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছে তাঁরাই কেবল টিকিট পাবে অন্য কেউ টিকিট নেওয়ার সুযোগ নেই। সার্ভিস প্রোভাইডার বদলের কারণে যাত্রীদের টিকিট পেতে কিছুটা ভোগান্তি হচ্ছে। আগামী ২৬ তারিখ থেকে ভোগান্তি কেটে যাবে।’
নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে গত ২১ থেকে ২৫ মার্চ—পাঁচ দিন অনলাইনে টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানা গেছে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ট্রেনের টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে সহজ লিমিটেড। তবে তারা ২৬ তারিখ থেকে রেল সেবা অ্যাপ টিকিট প্রদান করবে না শুধুমাত্র ওয়েবসাইটে টিকিট দেবে।

অনলাইনে ও কম্পিউটারের মাধ্যমে গত চার দিন ধরে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীদের টিকিট কাটার জন্য স্টেশনের কাউন্টারগুলোই এখন একমাত্র ভরসার জায়গা। কিন্তু কাউন্টারে টিকিট কাটতে গিয়ে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
আজ বৃহস্পতিবার সকাল থেকে গত কয়েক দিনের মতোই কমলাপুর রেলস্টেশনের টিকিট প্রত্যাশীরা যাত্রীদের লম্বা লাইন দেখা গেছে। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হলেও মানুষজন অপেক্ষা করে ভোর থেকেই। ম্যানুয়ালি টিকিট দেওয়ার কারণে টিকিট দিতে যেমন সময় লাগছে ফলে যাত্রীদেরও বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তাতেই যাত্রীদের ভোগান্তি হচ্ছে।
কমলাপুর রেলস্টেশনে অগ্রিম টিকিট কাটতে আসা আসাদুল ইসলাম নামের এক যাত্রী বলেন, কাউন্টারে টিকিট দেওয়ার রেলের কোন প্রস্তুতি ছিল না। যার ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়ি করছে কোন শৃঙ্খলা নেই। রেলের কোন লোক এসব দেখভাল করছে না। টিকিট নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকার পরে কাউন্টারে গেলে বলে টিকিট শেষ হয়ে গেছে। তাহলে এত টিকিট যাচ্ছে কোথায়। আরও বেশি কাউন্টার বাড়িয়ে মানুষ যেন দ্রুত টিকিট পায় সে ব্যবস্থা করা উচিত ছিল রেলের।
এদিকে টিকিট কাটতে আসা অনেক যাত্রী অভিযোগ করেছেন, লাইনের বাইরেও কাউন্টারের ভেতর থেকেই টিকিট নিয়ে যাচ্ছেন রেলের লোকজন। যাত্রীরা অভিযোগ করেছেন টিকিট কালোবাজারি হচ্ছে। যার কারণে সাধারণ মানুষ টিকিট পাচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘টিকিট কালোবাজারির কোনো সুযোগ নেই। যেহেতু অনলাইনে টিকিট বন্ধ ফলে যারা কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছে তাঁরাই কেবল টিকিট পাবে অন্য কেউ টিকিট নেওয়ার সুযোগ নেই। সার্ভিস প্রোভাইডার বদলের কারণে যাত্রীদের টিকিট পেতে কিছুটা ভোগান্তি হচ্ছে। আগামী ২৬ তারিখ থেকে ভোগান্তি কেটে যাবে।’
নতুন সেবাদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের সুবিধার্থে গত ২১ থেকে ২৫ মার্চ—পাঁচ দিন অনলাইনে টিকিট বিক্রি বন্ধ আছে বলে জানা গেছে। ফলে ম্যানুয়াল পদ্ধতিতে স্টেশনের কাউন্টার থেকে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। আগামী ২৬ মার্চ থেকে ট্রেনের টিকিট ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করবে সহজ লিমিটেড। তবে তারা ২৬ তারিখ থেকে রেল সেবা অ্যাপ টিকিট প্রদান করবে না শুধুমাত্র ওয়েবসাইটে টিকিট দেবে।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে